বৈভব বিহারের বাড়িতে ফিরতেই উচ্ছ্বাস-উন্মাদনা, হল বিশেষ কেক কাটাও
স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকেই প্রতিবারই উত্থান হয় নতুন নতুন তারকার। এবারেই যেমন দেখা গেল বৈভব সূর্যবংশীকে। আইপিএলে সেঞ্চুরি করে চর্চায় উঠে এসেছে ১৪ বছরের কিশোর। এবারের আইপিএলে ৭ ম্যাচে ২৫২ রান করেছে বৈভব। শেষ ম্যাচেও ৩৩ বলে ৫৭ রান করে। এবছর প্লে অফে যোগ্যতা অর্জন করতে পারেনি রাজস্থান। তাই আইপিএলে রাজস্থান রয়্যালসের অভিযান শেষ হতেই বিহারের সমস্তিপুরের বাড়িতে ফিরে গিয়েছে বৈভব। তাজপুরের পৈতৃক বাড়িতে তাকে ঘিরে উৎসবের মেজাজ। তার পরিবার ও পড়শিরা মিলে তাকে জমকালো অভ্যর্থনা জানাল। গলায় মালা পরিয়ে, কেক কেটে স্বাগত জানানো হয় ইতিহাস গড়া কিশোরকে।
কেকে লেখা ছিল ওয়েমকাম ব্যাক টু হোম। জেড্ডার মহানিলাম থেকে রাজস্থান রয়্যালস ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভব সূর্যবংশীকে কিনেছিল। সে সময় তার বয়স ছিল ১৩ বছর। তার কম বয়সের কারণে সেই থেকেই আলোচনায় উঠে এসেছিল। এরপর যখন সে অভিষেক ঘটায়, তখনই বোঝা গিয়েছিল সে কেমন ব্যাটার। সুযোগ পেতেই গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে করা রেকর্ড শতরানও বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দেয়। বৈভব আইপিএল-এ ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছে। ভেঙে দিয়েছে ইউসুফ পাঠানের রেকর্ড। সে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও হয়ে উঠেছে। বৃহস্পতিবার যখন সে বাড়ি ফিরেছে। তাঁকে ঘিরে উচ্ছ্বসিত তার বন্ধুবান্ধবরাও।
অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বৈভব। আগামী মাসে ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব ১৯ দলে নির্বাচিত হয়েছে বৈভব। এই দলের নেতৃত্ব করবে আয়ুষ মাত্রে। রয়েছে বাংলার যুধাজিৎ গুহ। তবে বাড়িতে বিশেষ থাকার সময় হয়নি তাঁর। পরিবারের সঙ্গে সামান্য সময় কাটিয়ে ফের বেঙ্গালুরুর উদ্দেশে পাড়ি দিয়েছে বৈভব। ইংল্যান্ড সফরের আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির সারবে অনূর্ধ্ব-১৯ ব্রিগেড। বৈভবের জন্ম ২৭ মার্চ ২০১১ সালে সমস্তিপুর, বিহারের তাজপুর গ্রামে। এখনও সে সেখানেই থাকে । ঘরোয়া ক্রিকেটে সে বিহার ক্রিকেট দলের হয়ে খেলে। বলা হয়, সে ৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলতে শুরু করেছিল । প্রথমদিকে ক্রিকেটের কৌশল তার বাবা তাকে শিখিয়েছিল। এরপর ৯ বছর বয়সে তাকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করা হয়।