কথা রাখলেন যোগী আদিত্যনাথ, গুলিবিদ্ধ দিশার বাড়ির গুলিকাণ্ডে জড়িত ব্যক্তিরা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: আশ্বাস দিয়েছিলেন। কথা রাখলেন। দিশা পটানীর বাড়ির সামনে গুলি চালিয়ে ছিলেন দুই ব্যক্তি। পুলিশের গুলিতে ঝাঁঝরা হলেন তাঁরা।

বলিউডকে দিনের পর দিন যেন গ্রাস করছে অপরাধজগৎ। বলিউডের বহু খ্যাতনামী নানা সময়ে গ্যাংস্টারদের থেকে হুমকিবার্তা পেয়েছেন। সলমন খান এবং কপিল শর্মা তো রয়েছেনই তালিকায়। এ বার নতুন সংযোজন বলিউড অভিনেত্রী দিশা পটানী। গত সপ্তাহে তাঁর বরেলীর বাড়ির সামনে আচমকা হামলা চলে। খবর, কয়েক রাউন্ড গুলি চালায় সন্দেহভাজন দুই বাইক-আরোহী। যদিও কেউ আহত হননি। তবুও চড়েছে আতঙ্কের পারদ।

এই ঘটনার দায় স্বীকার করেছিলেন গোল্ডি ব্রার, রোহিত গোদারা। এর কিছু দিন পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। তিনি আশ্বাস দেন, অপরাধীদের শাস্তি দেওয়া হবেই। আর ঠিক এমনটাই হল। বুধবার পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিজেরাই গুলিবিদ্ধ হলেন গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি। পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু এবং অরুণের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *