১৫ বছর পর ৩ বন্ধু র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন ঠিক কোন পথে? আসছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল
১৫ বছর পর ফের ফিরে আসছে ‘থ্রি ইডিয়টস’। সিক্যুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন পরিচালক রাজকুমার হিরানি। নতুন বছরেই হবে শুটিং। নায়ক-নায়িকায় মোটেও বদল আনতে চান না পরিচালক। তাই আইকনিক চরিত্রে র্যাঞ্চো, ফারহান, রাজু এবং পিয়া হয়ে ফিরছেন আমির খান, করিনা কাপুর খান, আর. মাধবন ও শরমন জোশী। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। বিপুল জনপ্রিয়তায় তৈরি হয়েছিল নতুন ইতিহাস।‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসে ২০০ কোটি টাকার ক্লাবে প্রবেশকারী প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস তৈরি করে। এ বারের গল্পে তুলে ধরা হবে ১৫ বছর পর তিন বন্ধু র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন ঠিক কোন পথে এগিয়েছে, তার কাহিনি ছবিটার ক্লাইম্যাক্সে চরিত্ররা যে যার পথে চলে গিয়েছিল, তার প্রায় ১৫ বছর পর থেকে নতুন গল্প শুরু হবে। তার চিত্রনাট্যও তৈরি হয়ে গেছে। দর্শক আবার র্যাঞ্চো, ফারহান, রাজু এবং পিয়াকে নস্টালজিয়ার ভাসবে।

জানা গেছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে দারুণ উত্তেজিত পরিচালক। ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলকে গুরুত্ব দিতে এরইমধ্যে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ স্থগিত রেখেছেন রাজকুমার হিরানি। তার মতে, আগে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল, পরে দাদাসাহেব।
পরের বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে বলে খবর। তবে কবে মুক্তি পেতে পারে এই সিনেমা, তা অবশ্য জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, সিক্যুয়ালটি পার্ট ওয়ান-এর মতোই হলে ম্যাজিক করবে। টিমের সকলেই মনে করছেন আমির-করিনা জুটিতে পুরনো ম্যাজিক ফিরতে চলেছে। বলিউডের জনপ্রিয় বিনোদন ওয়েবসাইটের খবর, ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি এবং আমির খান।
