ফের হুমকি! কপিলের কাছে দাবি ১ কোটি টাকার, যোগ রয়েছে কলকাতারও
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি কৌতুকশিল্পী। সকলকে হাসিয়ে মাতিয়ে রাখেন। কিন্তু নিজের জীবনের আনন্দ কোথায়? বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না কপিল শর্মার। চলতি বছরই জুলাইয়ে সপ্তাহখানেকের ব্যবধানে দু’বার গুলি চলে তাঁর ক্যাফেতে। কানাডাতে তো বিপত্তি ছিলই। এ বার মুম্বইতে বসেও শান্তি নেই। নিজের শহরে হুমকির ফোন পেলেন তিনি। ১ কোটি টাকা দাবি করা হল কপিলের থেকে। এক অজ্ঞাতপরিচয় টাকা চাইলেন তাঁর কাছ থেকে। উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে কলকাতারও।
গত ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর, লাগাতার হুমকি ফোন আসতে থাকে কপিলের কাছে। তাও একটি নম্বর থেকে নয়, একাধিক নম্বর থেকে। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে নিয়ে ভয় দেখিয়ে ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় তাঁর কাছ থেকে। তিনি অভিযুক্ত দিলীপ চৌধুরী। তাঁকে কলকাতা থেকে পাকড়াও করেছে মুম্বই পুলিশ। আপাতত সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তিনি।
