মৃত্যু-শোকে স্তব্ধ অসম! জুবিনকে শ্রদ্ধা জানাতেই স্থগিত ফিল্ম ফেস্টিভ্যাল, ফিরিয়ে দেবে টাকাও

সবকিছুই ঠিকঠাক চলছিল। এরমধ্যেই ছন্দপতন। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোক-স্তব্ধ অসম। তাঁর মৃত্যু যেন মেনে নিতে পারছেন না অনুরাগীরা। জুবিনের মৃত্যুর ২৮ দিন পরেও একইরকম পরিস্থিতি সে রাজ্যে। সাংস্কৃতিক সন্ধ্যা-নাচ-গান-আনন্দ অনুষ্ঠান সবই যেন অন্ধকারে ঢেকেছে। এ বার অসমের আইকনের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া হল এক বিশেষ সিদ্ধান্ত। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই স্থগিত রাখা হল ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল। চলতি বছর ডিসেম্বর মাসের ৪ থেকে ৭ তারিক পর্যন্ত ফিল্ম ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল। ফেস্টিভ্যালের আয়োজকরা একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছেন, ‘সাংস্কৃতিক আইকন’ জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকা চলচ্চিত্র উৎসবের পরিচালক তনুশ্রী হাজরিকা সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘আমাদের সকলের প্রিয় জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ফলে আমরা সকলেই দুঃখে কাতর৷ এই সময়ে ব্রহ্মপুত্র উপত্যকা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত করার সঠিক সময় নয়। সেই কারণে আমরা দশম বর্ষের জন্য অনুষ্ঠিত হওয়া এই উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছরে আরও নতুন উদ্দীপনা নিয়ে জুবিন দাকে শ্রদ্ধা জানিয়ে এই উৎসব আমরা অনুষ্ঠিত করব। এখন এই সময় আমাদের জন্য খুবই দুঃখের সময়।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘এই উৎসবের সঙ্গে জড়িত অসমের সাংস্কৃতিক ও আবেগ। আমরা মনে করি, জুবিনের প্রতি শ্রদ্ধা জানাতেএই বছর আমাদের উদযাপন থামানোই যথাযথ সিদ্ধান্ত। চলচ্চিত্র নির্মাতা, অংশীদার এবং দর্শকদের ক্রমাগত সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। সকল জমা দেওয়া ফিল্মের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে। ইতি, বিভিএফএফ টিম’।

জুবিনের অসংখ্য মহিলা অনুরাগী থাকলেও, জুবিনের মন জুড়ে ছিলেন তাঁর স্ত্রী গরিমাই। স্বামীকে হারিয়ে প্রায়ই তাঁর স্মৃতিতে একের পর এক ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে। মৃত্যুর ২৮ দিনের মাথাতেও জুবিনের মুখে মাথা রাখা এক আবেগের ছবি পোস্ট করেছেন গরিমা।