রিচাকে অনন্য সম্মান, শিলিগুড়িতে বিশ্বজয়ীর নামে নতুন ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রথম বাঙালি বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে অনন্য সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই সিএবির সংবর্ধনায় রিচা ঘোষের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছিলেন বঙ্গভূষণ। ডিএসপি পদে সম্মান জানিয়ে চাকরির নিয়োগপত্রও দেওয়া হয়েছে।শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার একটি সোনার চেইন উপহার দেয় বিশ্বজয়ী তারকাকে।

এ বার শিলিগুড়িতে প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম করা হবে, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদমনিতে ২৭ একর জমিতে এই স্টেডিয়াম হবে বলে সোমবার উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যা থেকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী। বিশ্বকাপ জয়ের পর রিচা ঘোষ শিলিগুড়িতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানিয়েছিলেন, শিলিগুড়িতে একটা স্টেডিয়াম দরকার। শুধু ক্রিকেট নয়, যে কোনও খেলার জন্যেই স্টেডিয়াম জরুরি। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘ওর উদ্দেশ্যে আমরা এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই।

এখানে চাঁদমারি বাগানে প্রায় ২৭ একর জমি আছে। আমি মেয়রকে বলব, ওটা ক্রিকেট স্টেডিয়াম করার জন্য। এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক। এতে মানুষ ওর পারফরম্যান্সটা মনে রাখবে এবং অনেকে ভবিষ্যতে অনুপ্রাণিত হবে।’ এই ঘোষণার পরই আবেগে ভেসে গিয়ে কেঁদে ফেলেছেন রিচার বাবা। বিশ্বকাপজয়ী ভারতীয় তারকার বাবা জানিয়েছেন, অনেকদিন ধরে যে স্বপ্ন দেখছিলেন, সেটা অবশেষে পূরণ হতে চলেছে। আর সেই ক্রিকেট স্টেডিয়ামের ফলে নয়া প্রজন্মের রিচারাও লাভবান হবেন বলে আশাপ্রকাশ করেছেন ভারতীয় তারকার বাবা।
প্রসঙ্গত বাম আমলে শিলিগুড়িতে ‘কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম’ গড়ে তোলা হয়েছিলো উত্তরবঙ্গে খেলাধুলার প্রসারের জন্য। যদিও এই স্টেডিয়ামে প্রায় সব ধরনের খেলাধুলাই হয়। কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য আলাদা কোনও স্টেডিয়াম উত্তরবঙ্গে ছিল না। এ বার রিচার সৌজন্যে নতুন ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে শিলিগুড়ি।
