সুস্থ হচ্ছেন ধর্মেন্দ্র! মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই কী বার্তা স্ত্রী হেমার?
সোমবার রাত থেকে শিরোনামে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র৷ চারিদিকে ছড়িয়ে পড়েছিল অভিনেতার মৃত্যুর খবর। এই খবরে বেজায় চটেছে দেওল পরিবার। সোমবারই সানি দেওলের তরফে জানানো হয়েছিল অভিনেতা ভাল আছেন। কিন্তু তার পরেও কেন রটানো হল মৃত্যুর খবর? প্রশ্ন তুলেছেন স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এশা দেওল।

বিরক্ত এশা সমাজমাধ্যমে লিখেছেন, “বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।” সমাজমাধ্যমে পোস্ট করে একই কথা জানিয়েছেন স্ত্রী হেমাও। মঙ্গলবার ক্ষোভপ্রকাশ করে তিনি লেখেন, “যে হারে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তা ক্ষমার অযোগ্য।”

আরও যোগ করেন এশা৷ তিনি লেখেন, “সম্ভবত চাপে পড়ে সংবাদমাধ্যম বাবার ভুয়ো মৃত্যুসংবাদ পরিবেশন করেছে। আমাদের বাবা আগের তুলনায় ভাল আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।” অনুরাগী থেকে সংবাদমাধ্যম প্রত্যেকের কাছে তাঁর অনুরোধ, তাঁদের অনুমতি ব্যতীত দেওল পরিবারের ব্যক্তিগত বিষয়ে তৃতীয় ব্যক্তি যেন হস্তক্ষেপ না করেন।

