‘আবার অভিনয়টা পারব তো’? ব্রেন স্ট্রোকের দু’মাস পর শ্যুটিংয়ে ফিরে কেন ভয় করছিল সায়ন্তনীর?

0

সেপ্টেম্বর মাসে আচমকাই এসেছিল খবরটা। স্বামী ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে মজা করতে করতে আচমকাই ব্রেন স্ট্রোক হয় তাঁর। এই ঘটনার পরে দু’মাস চলে গিয়েছে। আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। খুব বেশি দিনের কাজ নয়। একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সায়ন্তনীকে। তবে পুরোদমে কাজ করতে চান অভিনেত্রী। এমনটাই জানিয়েছেন আডিশনের সঙ্গে সাক্ষাৎকারে।

সম্প্রতি, সায়ন্তনী বলেন,“এত বড় ব্রেন স্ট্রোকের পর ফ্লোরে সংলাপ বলতে পারব কি না! ভেবেই ভয় করছিল। তবে এসভিএফ-এর সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। ওদের অনেক ধারাবাহিকে আমি কাজ করেছি। সবাই আমার চেনা। তাই ভয়ে পেলেও সবাই সাহস জুগিয়েছে।” অভিনেত্রীর কথায়, স্বামী ইন্দ্রনীল না থাকলে তিনি হয়তো আর বেঁচেই থাকতেন না।

গত দু’মাসে অভিনেত্রী সায়ন্তনীর উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। ৩ সেপ্টেম্বর আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল মল্লিক জানিয়েছিলেন, একটুর জন্য ফাঁড়া কেটেছে। অসুস্থতা কাটিয়ে আবার কাজে ফিরলেন অভিনেত্রী। কিছু দিন আগে সায়ন্তনী ‘রান্নাঘর’ অনুষ্ঠানে অতিথি হিসাবে গিয়েছিলেন। কিন্তু অসুস্থতার পরে শুটিংয়ে ফিরতে প্রথমে ভয়ই পাচ্ছিলেন অভিনেত্রী। সায়ন্তনী জানালেন, সেটের সবার থেকে খুবই সহযোগিতা পেয়েছিলেন। তাই সুবিধা হয়েছিল তাঁর।

৩১ অগস্ট ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং শেষ হয় তাঁর। তার পর দিব্যি ছুটি কাটাচ্ছিলেন। স্বামীর সঙ্গে মজায় দিন কাটছিল। ৩ সেপ্টেম্বর অন্যান্য দিনের মতো সকালে ‘ওয়ার্কআউট’ করেছিলেন। কিন্তু তার পর আচমকাই অস্বস্তি শুরু হয়। অন্য দিকে ঘোরার শক্তি পর্যন্ত ছিল না। মাথায় অনেকটা রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে যায়। তবে এখন পুরোপুরি সুস্থ অভিনেত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *