ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে সোনার কয়েনে টস, ম্যাচে নিরাপত্তা বাড়াতে তৈরি হচ্ছে পুলিশের ব্লু প্রিন্ট

0

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। গোটা দেশের সব বড় শহরেই জরুরী সতর্কবার্তা। তার প্রভাব পড়তে চলেছে খেলাতেও। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে থাকবে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে প্রথম টেস্ট, তার আগেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবারের বিস্ফোরণের পর থেকে ইডেন এবং দুই দলের থাকার জায়গায় নিরাপত্তা নজরদারি আঁটোসাঁটো করা হয়েছে। দলগুলির যাতায়াতের সময় বিশেষ রুট চিহ্নিত করার কাজ শেষ। চলাচলের সময় পুলিশি এসকর্ট থাকবে।

প্রতিটি মুহূর্ত নজরে রাখার জন্য মোতায়েন থাকতে চলেছে বিপুল পুলিশ ও নিরাপত্তাকর্মী।যে হোটেলগুলিতে দুই দল রয়েছে সেখানেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের বোম্ব স্কোয়াড, কুকুর বাহিনী ও গোয়েন্দা শাখা নিয়মিত নজরদারি চালাচ্ছে। ম্যাচের সময় স্টেডিয়ামের বাইরে, এন্ট্রি গেট এবং গ্যালারি, তিনটি ক্ষেত্রেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। প্রত্যেক দর্শকককে দুবার মেটাল স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হবে। দর্শকাসনে সাদা পোশাকের পুলিশও থাকবে বলে জানা যাচ্ছে।

এদিকে, ইডেনে ডোরদার অনুশীলন চালাচ্ছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের টসের জন্য সিএবি বিশেষ এক সোনার মুদ্রা ব্যবহার করবে। সেই  মুদ্রার এক পিঠে মহাত্মা গান্ধী এবং অন্য পিঠে নেলসন ম্যান্ডেলার ছবি রয়েছে। যা শান্তি, স্বাধীনতা এবং অহিংসার মূল্যবোধের প্রতীক। গান্ধী এবং ম্যান্ডেলার সম্মানের জন্যই এই ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের নাম ফ্রিডম ট্রফি।

ইডেনে দীর্ঘদিন পর টেস্টে কেমন পিচ হয়, সেদিকেই নজর সকলের। মঙ্গলবারও অনুশীলনে এসে কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিল পিচ পরীক্ষা করেন। এ দিন অনুশীলনে নামেন সাতজন ভারতীয় ক্রিকেটার। গিলকে দেখা যায় বাঁহাতি স্পিনারের বলে দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করতে। প্রথম দিন থেকেই ইডেনের পিচে বল ঘুরবে কিনা, এই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারতীয় দলের পক্ষ থেকে কোনও বিশেষ নির্দেশ আসেনি এবং পিচের চরিত্র নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *