জায়গা হারাল ‘পরিণীতা’, বহুদিন বাদে শিকে ছিঁড়ল ‘রাঙামতী তিরন্দাজের’, প্রথম পাঁচে রইল কারা?

0

টিআরপি তালিকায় কখন যে কী পরিবর্তন ঘটে তা বোঝা খুব কঠিন। এই সপ্তাহে কেউ প্রথমে তো। অন্য সপ্তাহে সেই গল্প একেবারে পিছিয়ে। চলতি সপ্তাহের প্রতিযোগিতায় একই বিষয় ঘটেছে। জমে উঠেছে লড়াই। টিআরপি তালিকায় সবটাই ওলটপালট হয়ে গিয়েছে। এক দিকে যেমন নিজেদের পুরনো জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তেমনই জায়গা হারিয়েছে ‘পরিণীতা’।


এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তারা পেয়েছে ৭.১। ভাগ্য ফিরেছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকেরও। তারা এই সপ্তাহে রয়েছে দ্বিতীয় স্থানে। এত দিন এই ধারাবাহিককে দর্শক দেখেছে শুধুই পঞ্চম স্থানে। তারা পেয়েছে ৬.৬। তিন নম্বরে নেমে গিয়েছে ‘পরিণীতা’। সেই সঙ্গে নম্বরও কমে গিয়েছে কিছুটা।আগের সপ্তাহে ‘পরিণীতা’ পেয়েছিল ৬.৮। এই সপ্তাহে সেই নম্বর কমে হয়েছে ৬.৪। তাই এ বার তৃতীয় স্থানে রয়েছে রায়ান এবং পারুলের কাহিনি।


তবে, এ কমলিনী এবং স্বতন্ত্র বিয়ের টানটান পর্ব আগ্রহ বাড়িয়েছে দর্শকের। সেই প্রমাণ দেখা গিয়েছে টিআরপি তালিকায়ও। কিছু সপ্তাহ আগে অনেকগুলো ধারাবাহিক প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছিল। সেই তালিকায় ছিল ‘চিরসখা’, ‘রাজরাজেশ্বরী ভবানী’।

শুরু হওয়ার প্রথম সপ্তাহের পরেই টিআরপি তালিকায় প্রথম দিকে দেখা গিয়েছিল রাজনন্দিনী পাল অভিনীত ধারাবাহিক। কিন্তু কিছু দিন পরে আসতে আসতে কমতে শুরু করে নম্বর। কিন্তু এই সপ্তাহে পাশা পাল্টে গিয়েছে। চতুর্থ স্থানে উঠে এসেছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। একই স্থানে রয়েছে আরও দুই ধারাবাহিক। ‘চিরসখা’ এবং ‘জগদ্ধাত্রী’।


কমলিনী এবং স্বতন্ত্রর বিয়ে যে দর্শকের নজর কেড়েছে তারই প্রমাণ মিলেছে এই সপ্তাহে। আর গত তিন বছরে প্রথম পাঁচে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম জগদ্ধাত্রীও। এই তিনটি ধারাবাহিকই পেয়েছে ৬.২। পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। তাদের প্রাপ্ত নম্বর ৬.১।


পরশুরাম আজকের নায়ক—৭.১
রাঙামতী তিরন্দাজ— ৬.৬
পরিণীতা—৬.৪
জগদ্ধাত্রী—৬.২
চিরসখা—৬.২
রাজরাজেশ্বরী রাণী ভবানী—৬.২
চিরদিনই তুমি যে আমার—৬.১

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *