‘দিদি নম্বর ১’-এ বড় বদল! দেখা যাবে না রচনাকে, পরিবর্তে সঞ্চালক হচ্ছেন কে?

0

‘দিদি নম্বর ১’ মানেই রচনা বন্দ্যোপাধ্যায়৷ এত বছরে এটা দেখতেই অভ্যস্ত হয়ে উঠেছে দর্শক৷ কিন্তু আচমকেই যেন সবকিছু বদলে গেল। ‘দিদি নম্বর ১’-এর নতুন প্রচার ঝলক রীতিমতো চমকে দিয়েছে সবাইকে৷ আগামী তিনটি পর্ব সঞ্চালনা করবেন মীর। দেখা যাবে না রচনাকে৷ যা মেনেই নিতে পারছে না দর্শকের একাংশ৷ কেউ কেউ মন্তব্য করেছে, “এটা কী করে সম্ভব!” আবার কারও প্রশ্ন, “তা হলে কি আর দেখা যাবে না রচনাকে?” সেই ধোঁয়াশা কাটিয়েছেন জি বাংলার ‘ফ্লোর ডিরেক্টর’৷

কী বলেছেন তিনি? এক সাক্ষাৎকারে তিনি বলেন, রচনাদির তত্ত্বাবধানে সব কিছু করি আমরা। এ ক্ষেত্রেও দিদির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের মতও ছিল। মীর তো আমাদের  পরিবারেরই অংশ। বহু দিনের যোগাযোগ আমাদের। আর স্বাদবদল কে না চায়!”

১৫ বছর আগে প্রথম সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে ছোটপর্দায় দেখেছিল দর্শক। মাঝে কিছু দিনের জন্য সঞ্চালকের মুখ বদলালেও বার বার দর্শক রচনাকেই দেখতে চেয়েছেন ওই ভূমিকায়। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর প্রোমো প্রকাশ্যে আসতেই হই হই কাণ্ড। দেখা যাচ্ছে, রচনার পরিবর্তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে মীরকে। প্রশ্ন,এই তিন পর্বের পর কি রচনাকে দেখা যাবে আবার? ফ্লোর ডিরেক্টর  জানিয়েছেন, তিনটি পর্বে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মীরকে। তার পর আবার দেখা যাবে রচনাকে।


অনুরাগীদের একাংশের এখন প্রশ্ন, রচনা কোথায় গেলেন? ঘনিষ্ঠ সূত্র বলছে, অভিনেত্রী সম্ভবত বিদেশে। সেই জন্যই কয়েক দিনের জন্য এই পরিবর্তন। তবে আশ্বস্ত করা হয়েছে, চিন্তার কোনও কারণ নেই। ‘দিদি নম্বর ১’-এর দিদি কোথাও যাচ্ছেন না। শীঘ্রই তাঁকে দেখা যাবে নতুন পর্বে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed