১৫ ছক্কা! ৩২ বলেই সেঞ্চুরি! শিশু দিবসে আরও একবার ‘বিস্ময়’ উপহার ১৪ বছরের বৈভবের

0

ঝড়ের আর এক নাম বৈভব। সে ঝড় কখন কোথায় আছড়ে পড়বে কেউ জানে না! না হলে ১৪ বছর বয়সেই ১৫ ছক্কার তাণ্ডবলীলা! তাতেই আবার নতুন করে নিজের রেকর্ড ভেঙে গড়লেন নতুন ইতিহাস। বৈভব সূর্যবংশী, সত্যিই বিস্ময়। ২২ গজে রীতিমতো তাজ্জব বানিয়ে দিচ্ছেন প্রতিপক্ষ বোলারদের। ভারত ‘এ’ দলের হয়ে অভিষেক ম্যাচেই বৈভব সূর্যবংশী যা করলেন, তা যেন ক্রিকেটের রুলবুককেই চ্যালেঞ্জ জানাল। 


রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ব্যাট হাতে নেমেছিলেন তিনি। সেখানেই খেললেন ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস। তারমধ্যে  ছিল ১৫ ছয় ও ১১ চার। শুধু বাউন্ডারি মেরেই ২৬ বলে ১৩৪ রান করেছেন। স্ট্রাইক রেট—৩৪২.৮৬। এত অল্প বয়সে এমন বিস্ফোরক ইনিংস সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসেই বিরল।


আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছিলেন।আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেন সূর্যবংশী। বিহারের এই ক্রিকেটার এ বার করলেন ৩২ বলে সেঞ্চুরি।যা আগের চেয়েও দ্রুততম।এই তালিকায় ঋষভ পন্থের সঙ্গে যৌথভাবে ভারতের তৃতীয় দ্রুততম। তাতে পুরুষদের জাতীয় দলের প্রতিনিধিত্ব দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শতরান হাঁকালেন বৈভব। তাঁর বয়স ১৪ বছর ২৩২ দিন। টি২০ ফর্ম্যাটে কোনও ম্যাচে সর্বাধিক ১৭৫ রানের রেকর্ডের মালিক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল । এদিন বৈভবের সামনে তাঁর রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ভারতের ইনিংসের ১৩-তম ওভারে আউট হয়ে যান কিশোর ব্যাটার।


তিনি যেভাবে ব্যাটিং করে চলেছেন, তাতে খুব তাড়াতাড়ি ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেয়ে যেতে পারেন। ভারতের সবচেয়ে কম বয়সি পুরুষ ক্রিকেটার হিসেবে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগও পেতে পারেন বৈভব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *