‘আমার কি আত্মসম্মান নেই’, ফের বিতর্কে জীতু-দিতিপ্রিয়া, কী কঠিন পদক্ষেপ নায়কের?
প্রযোজকের মধ্যস্থতায় মিটমাট হয়েছিল সব। কয়েক মাস কাটতে না কাটতে আবার শিরোনামে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের দ্বন্দ্ব। প্রেমের দৃশ্যে নায়কের সঙ্গে শট দিতে নাকি রাজি নন অভিনেত্রী। স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস এমনই৷ সেই আগুনেই খানিক ঘি দিলেন নায়ক স্বয়ং। ফেসবুকে উগরে দিলেন মনের কথা।
জীতু লিখেছেন,”এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি, আমার কি কোন আত্মসম্মান নেই? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।” নায়কের দাবি, তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়েছেন ধারাবাহিকের অভিনেত্রী৷ জীতু লেখেন, “আমার বিরুদ্ধে অভিযোগ, আমি খুব খারাপ মানুষ। মহিলা অভিনেতাদের সঙ্গে অভিনয় করার যোগ্য নই। শরীর খারাপের মিথ্যে নাটক করছি৷ তা না হলে হাসপাতাল থেকে ফিরে ১০ঘণ্টা কাজ করছি কী করে? এই সবটাই আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে৷”

প্রোডাকশন মারফত সব জানতে পেরেছেন, দাবি জীতুর৷ তিনি শুনেছেন, ধারাবাহিকের সৃজনশীলতার দায়িত্বে রয়েছেন এমন অনেকে এই অভিযোগে সহমত পোষণ করেছেন৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর দর্শকের একাংশের প্রশ্ন, তবে কি শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক? সেই উত্তর অবশ্য এখনও অধরা৷
আগেও ঠিক এমনই বিতর্কে জড়িয়েছিল এই জুটি৷ কিন্তু এখন সেটে কী ঘটেছে? ঘনিষ্ঠ সূত্র বলছে, শুটিংয়ে সময়ে আসা নিয়ে বেঁধেছে গন্ডগোল। নায়ক নাকি শুটিংয়ে আগে এসে গিয়েছিলেন৷ ফ্লোরে অপেক্ষা করছিলেন নায়িকার জন্য৷ কিন্তু দিতিপ্রিয়া নাকি আসেন বেশ কিছু ক্ষণ পরে৷ তাতেই নাকি বিরক্ত হয়ে সেট ছাড়েন জীতু৷ যদিও এ প্রসঙ্গে নায়ক, নায়িকার তরফে মেলেনি কোনও উত্তর৷

