শেষ হল কলকাতার সঙ্গে দ্রে রাসের দীর্ঘ পথচলা, কেকেআরের তালিকায় বাদ ভেঙ্কটেশও!
দ্রে রাস। ব্যাটে হোক বা বলে, নাইটের কাছে এতদিন তিনিই ছিলেন তুরুপের তাস। দীর্ঘদিনের সম্পর্কেই এ বার ছেদ পড়ল। আন্দ্রে রাসেলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের একসঙ্গে পথ চলা থামল। আইপিএলে যা অন্যতম বিচ্ছেদ। ২০০০ রান ও ১০০ উইকেট, যে কৃতিত্ব আইপিএলে মাত্র ২ ক্রিকেটারের, তাঁদের একজন কলকাতার ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আর তাঁকেই এই মরশুমের আগে অফিশিয়ালি রিলিজ করে দিল কেকেআর।
আইপিএল ২০২৬-এর নিলাম যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। জানা গেছে, ডিসেম্বরেই হবে নিলামটি, আর নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই দলগুলোকে খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দিতে হবে। তারই ঝাড়াই বাছাই শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। কলকাতা তারই প্রথম পদক্ষেপে ‘এন্টারটেইনার’কে বাদ দিয়ে দিল।
আসলে, আন্দ্রে রাসেল, টি২০ ক্রিকেটের কিংবদন্তি হলেও, বয়স ও ফিটনেস এখন তাঁর সবচেয়ে বড় শত্রু। তাই যাকে ২০২৫ মেগা অকশনের আগে ১২ কোটি টাকায় ধরে রাখা হয়েছিল, তাঁকে নিয়েই ২০২৬ মরশুমের আগে সিদ্ধান্ত বদলে গেল। ২০১৪ সালে কেকেআর দলে যোগ দেন রাসেল। টানা দশ বছর নাইট জার্সিতে খেললেও শেষ কয়েক মরশুমে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। ফলে, যেন বোঝা হয়ে উঠছিলেন। পেশাদার দুনিয়ায় আবেগের স্থান নেই। তাই আর জায়গা হল না দ্রে রাসেরও। এতদিন একাধিক ম্যাচ জেতানো নায়ক হয়ে উঠেছিলেন নাইটদের হৃদস্পন্দন। রাসেলের আইপিএলে রয়েছে ১৪০ ম্যাচে ২৬৫১ রান ও ১২৩ উইকেট নেওয়ার কৃতিত্ব।
২০২৫ মশুমের ব্যর্থতা কেকেআরকে কঠিন জায়গায় দাঁড় করিয়েছে। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েও তাই একই পথ নিল কেকেআর। ২০২১ মরশুমে হঠাৎ উত্থান এবং ফাইনালে দলের পৌঁছনোর নেপথ্য নায়ক হওয়া সত্ত্বেও পরে সে ছন্দ আর বজায় রাখতে পারেননি। গতবার ২৩.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে রাখলেও এ বার মোহভঙ্গ হল নাইটদের।
কাদের রিটেন করল কেকেআর
অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী
আর কাদের বাদ দিল কেকেআর
আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, মইন আলি, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, অনরিখ নর্খিয়া, চেতন সাকারিয়া, লুভনিথ সিসোদিয়া, ময়ঙ্ক মার্কণ্ডেয়, স্পেনসার জনসন
২০২৫ মশুমের ব্যর্থতা কেকেআরকে কঠিন জায়গায় দাঁড় করিয়েছে। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েও তাই একই পথ নিল কেকেআর। ২০২১ মরশুমে হঠাৎ উত্থান এবং ফাইনালে দলের পৌঁছনোর নেপথ্য নায়ক হওয়া সত্ত্বেও পরে সে ছন্দ আর বজায় রাখতে পারেননি। গতবার ২৩.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে রাখলেও এ বার মোহভঙ্গ হল নাইটদের।
কাদের রিটেন করল কেকেআর
অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী
আর কাদের বাদ দিল কেকেআর
আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, মইন আলি, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, অনরিখ নর্খিয়া, চেতন সাকারিয়া, লুভনিথ সিসোদিয়া, ময়ঙ্ক মার্কণ্ডেয়, স্পেনসার জনসন
