‘টেলিভিশন থেকে বিরতি নিলাম’, ছোটপর্দা থেকে কেন দূরে থাকার সিদ্ধান্ত ঊষসীর?
কখনও তিনি জুন আন্টি। কখনও আবার সুরঙ্গমা মুখোপাধ্যায়৷ ছোটপর্দার দুঁদে খলনায়িকা ঊষসী চক্রবর্তী ভোলবদলে ফিরছেন দর্শকের সামনে৷ তবে এই বার আর ধারাবাহিক, ছবি বা ওয়েব সিরিজ নয়৷ ট্রয় নাটকের পর ১০ বছর পরে মঞ্চে ফিরছেন অভিনেত্রী৷ নাটকের মঞ্চে খুব বেশি দেখা না গেলেও মঞ্চ তাঁকে টানে। খালি অপেক্ষা ছিল সঠিক সময়ের। অবন্তী চক্রবর্তী নির্দেশিত নতুন নাটক ‘তিন এক্কে তিন’-এর মাধ্যমে মঞ্চে ফিরছেন ঊষসী ।

‘জুন আন্টি’র চরিত্র থেকে বেরনোর জন্য বেছে কাজ করছিলেন৷ মাঝে ‘রোশনাই’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। আডিশনকে জানালেন ছোটপর্দা থেকে কিছু দিনের বিরতি নিয়েছেন। পৃথিবীর ইতিহাস থেকে বর্তমানে, মহিলাদের সমাজে যা পরিস্থিতি সেই গল্পই তুলে ধরা হবে মঞ্চে৷ সেখানে পণ নিয়ে বিয়ে থেকে আরজি কর কাণ্ড সবটাই দেখানো হবে৷

অভিনেত্রীর নাটকের মহড়া দেখতে উপস্থিত হয়েছিল ‘আডিশন’। রিহার্সাল করতে গিয়েই চোখ ছলছল অভিনেত্রীর৷ বললেন, “যদিও মঞ্চে অভিনয়ের যে খুব বেশি অভিজ্ঞতা আছে আমার তা নয়৷ কিন্তু এই নাটকে সমসাময়িক গল্প তুলে ধরা হয়েছে। যা আমাকে কৌতূহলি করেছিল৷ তাই ভাবলাম ছোটপর্দা থেকে বিরতি নিই।” এই নাটকটি লিখেছেন ডঃ তন্বী চৌধুরী, যিনি আবার অভিনয়ও করেছেন । আমেরিকায় বসে এই নাটক লিখেছেন তিনি৷ আর সেই লেখাকেই মঞ্চস্থ করার দায়িত্ব নিয়েছেন অবন্তী চক্রবর্তী। নির্দেশক বললেন, “সমাজকে বার্তা দেওয়া আমার কাজ নয়। তবে যা যা কাজ করেছি, তার সঙ্গে আমার আত্মিক যোগ রয়েছে। এই নাটকের মাধ্যমেও এমনই কিছু কথা বলা হবে যা এই সময় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ।” নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সেঁজুতি মুখোপাধ্যায়। অভিনয় করেছেন ইন্দ্রদীপা সিনহা। ২০ নভেম্বর আকাদেমিতে সন্ধে ৭ টায় মঞ্চস্থ হবে ‘তিন এক্কে তিন’।

