খেলা নেই! বিরতিতে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনিরুদ্ধ থাপা, বসলেন বিয়ের পিঁড়িতে 

0

ফুটবল যখন অনিশ্চিত, তথন নিশ্চিন্তে জীবনের নতুন ইনিংস শুরু করলেন মোহনবাগানের তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা। সুপার কাপের পর দীর্ঘ বিরতি আপাতত। কারণ আইএসএল কবে শুরু হবে, আদৌ শুরু হবে কিনা তা কারোরই জানা নেই। ক্লাবেরও অনুশীলন বন্ধ। এই বিরতিতেই তাই শুভ কাজ সেরে ফেলতে দেরী করলেন না সবুজ মেরুনের তারকা। বাঁধা পড়লেন সাত পাকে। বসলেন বিয়ের পিঁড়িতে। ১ দিন আগেই সমাজ মাধ্যমে দিয়েছিলেন হলদির অনুষ্ঠানের ছবি। এ বার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিয়ের ছবি। বুধবার মোহনবাগানের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।  এমন খবর প্রকাশ্যে আসতে শুভেচ্ছা জানান সবুজ মেরুন সমর্থকরাও।


২০২৩ সালে পাঁচ বছরের জন্য কলকাতার প্রধানের সঙ্গে চুক্তি হয় দেশের অন্যতম সেরা মিডফিল্ডারের। চেন্নাইয়িন এফসি থেকেই রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে অনিরুদ্ধ থাপাকে দলে নিয়েছে মোহনবাগান। ১৯৯৮ সালের ১৫ জানুয়ারী জন্ম অনিরুদ্ধর। চন্ডিগড়ের সেন্ট স্টিফেনস একাডেমিতে কেরিয়ার শুরু করেন এবং তারপর এআইএফএফ এলিট একাডেমিতে যোগ দেন। ছোট বেলায় পৈলান অ্যারোজে খেলার সময় কলকাতায় ছিলেন।  ২০১৬ মরশুমে আইএসএল দল চেন্নাইয়িন এফসির হয়ে তার পেশাদার ফুটবল জীবনে অভিষেক করেন।  চেন্নাইয়িনে দীর্ঘ দিন খেলার পর এখন কলকাতায়। জাতীয় দলেও অন্যতম মুখ অনিরুদ্ধ থাপা।


গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে হয়েছিল মোহনবাগানের আর এক তারকা মনবীরের। এ বার বাবা হয়েছেন। সমাজ মাধ্যমে তিনিও ভাগ করে নেন সেই সুখবর। তাঁকেও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সবুজ মেরুন সমর্থকরা।
আপাতত সবাই তাকিয়ে আইএসএল খেলার দিকে। পা থেকে বল না কেড়ে নেওয়ার জন্য কয়েকদিন আগেই আর্জি জানিয়েছিলেন সুনীল ছেত্রীর নেতৃত্বে বাকি ফুটবলাররা। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখাও করেন অধিনায়করা। কিন্তু জট খোলেনি। ফলে, নতুন ইনিংস শুরু করলেও কবে মাঠে ফিরবেন অনিরুদ্ধ-মনবীররা তাই এখন দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *