ভূমিকম্পে কাঁপল ২ বাংলা! কলকাতা সহ জেলায় কম্পন! আতঙ্কিত ওপার বাংলার তারকারা

0

একইসঙ্গে কাঁপল দুই বাংলা। শুক্রবার সকালে ভূমিকম্প কেঁপে উঠল কলকাতা এবং শহরতলির নানান অঞ্চল। উৎসস্থল বাংলাদেশ। জের এল এপার বাংলাতেও। প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ভূকম্পনে আতঙ্কিত শহরবাসী। ১০ টা বেজে ১০ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। বুঝতে পেরেই আতঙ্কে কেঁপে ওঠেন স্থানীয়রা। বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। কলকাতার সঙ্গেই কম্পনে কেঁপে উঠেছে রাজ্যের একাধিক জেলা। একইসঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।

উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা-সহ চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল, মাগুরা, মৌলভিবাজার থেকে ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ডেই লণ্ডভণ্ডই যেন হয়ে যায় সে দেশে। অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহতও একাধিক। সাধারণ মানুষের পাশাপাশি এই ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও।

সমাজ মাধ্যমে অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ‘ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন। ‘পরীমণি লেখেন, ‘জীবন অনিশ্চিত জেনেও জীবনের ছুটে চলা।’

কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সল্টলেক, উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছুটা সময় জুড়ে কম্পন স্থায়ী হয়। রাজ্যের বিভিন্ন জেলা হাওড়া, থেকে মালদা, কেঁপেছে উত্তরবঙ্গও। মেঘালয়-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও অনুভূত কম্পন। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed