উদয়পুরে বিয়ের অনুষ্ঠানে নাচতেই ভারতে পপ সেনসেশন জেনিফার লোপেজ! কার বিয়ে জানেন?

0

এ সপ্তাহেই দিল্লির এক বিয়ে বাড়িতে একসঙ্গে নেচে তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান আর সলমল খান। হইচই শুরু হয়ে যায় নেটিজেনদের। তবে চমকে যাওয়ার ঘটনা আরও আছে। বিয়ে বাড়িতেই পারফরমেন্স দেখাতে এ বার ভারতে হাজির হলেন মার্কিন পপ সেনসেশন জেনিফার লোপেজ।


মার্কিন ধনকুবের রামা রাজু মান্তেনার মেয়ে নেত্রা মান্তেনার বিয়েতে সেজে উঠেছে উদয়পুর। জানা গেছে, সেখানেই নাচবেন হলিউডের জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজে। উদয়পুরের অনুষ্ঠানে  যোগ দিতে এরমধ্যেই ভারতে এসে গেছেন জেনিফার। অরল্যান্ডো ভিত্তিক বিলিয়নিয়ার ও ইঞ্জেনাস ফার্মাসিউটিক্যালসের সিইও পদ্মজা ও রমা রাজু মান্তেনার কন্যা নেত্রা মান্তেনার বিয়ে হচ্ছে অন্যতম শিল্পপতি ও উদ্যোক্তা ভমসি গাদিরাজুর সঙ্গে। ভারতের বিমানবন্দরে পা রেখেই পাপারাজ্জিদের মুখে পড়েন জেনিফার লোপেজ।  বিমানবন্দরে ফটোগ্রাফারদের দেখে জেনিফার লোপেজ হাত নাড়েন এবং ছুড়ে দেন উড়ন্ত চুমু। দেখে বোঝার উপায় নেই তার বয়স এখন ৫৫! দীর্ঘ বাদামী ফার কোট ও সানগ্লাসে দেখা যায় হলিউডের অন্যতম ধনী অভিনেত্রী ও পপ সম্রাজ্ঞীকে।

জানা গেছে, উদয়পুরের দি লেলা প্যালেসে সংগীত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে আয়োজন। প্রথমদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর সিং, শহিদ কাপুর, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও জ্যাকলিন ফার্নান্দেজের মতো তারকারা। বিভিন্ন ভিডিয়ো ক্লিপিংসে তাদের পারফরমেন্স দেখাও গেছে। যেখানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন করণ জোহর। জানা গেছে, জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারও এই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন। যিনি এর আগে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে ভারতে এসেছিলেন। অবশ্য জেনিফার লোপেজও যে প্রথমবার এসেছেন ভারতে এমন নয়, এর আগে ২০১৫ সালে সঞ্জয় হিন্দুজা এবং অনু মাহতানির বিয়ের অনুষ্ঠানে একইভাবে উদয়পুর মাতিয়েছিলেন জেনিফার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *