ধারাবাহিক ছেড়েছেন দিতিপ্রিয়া, তাঁর পরিবর্তে কোন নায়িকাকে দেখা যাবে ছোটপর্দায়?
একের পর এক ঝামেলা যেন থামছেই না৷ জীতু কমল ধারাবাহিকে ফেরার পর।দিতিপ্রিয়া রায় সটান জানিয়ে দিয়েছেন তিনি আর অভিনয় করবেন না এই একই ধারাবাহিকে। আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠকের পরেও কোনও ইতিবাচক ফল মেলেনি। দিতিপ্রিয়া স্পষ্ট জানান অসুস্থতার কারণে, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব নয়।
এখন সকলের প্রশ্ন, তা হলে নায়িকা হিসাবে দেখা যাবে কাকে? উঠে আসছে বেশ কিছু নাম৷ মাঝে শোনা গিয়েছিল অভিনেত্রী প্রত্যুষা পালের কাছে প্রস্তাব গিয়েছে অপর্ণা চরিত্রের জন্য। কিন্তু তা রটনা বলেই উড়িয়ে দিচ্ছেন অনেকে। অভিনেত্রীও কারও ফোন তুলছেন না৷ তা হলে কে হবেন নায়িকা? সূত্র বলছে এখনও খোঁজ চলছে। সে ভাবে কাউকে পাওয়া যায়নি। তাই গল্পে এখন দেখানো হবে অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ঠিক কী ঘটেছিল? শুটিংয়ে সময়ে আসা নিয়ে বেঁধেছে গন্ডগোল। নায়ক নাকি শুটিংয়ে আগে এসে গিয়েছিলেন ফ্লোরে অপেক্ষা করছিলেন নায়িকার জন্য। কিন্তু দিতিপ্রিয়া নাকি আসেন বেশ কিছু ক্ষণ পরে। তাতেই নাকি বিরক্ত হয়ে সেট ছাড়েন জীতু। যদিও এ প্রসঙ্গে নায়ক, নায়িকার তরফে এখনও মেলেনি কোনও উত্তর।
