ভারতের জোড়া শতরানে পাহাড়প্রমাণ রানে অঙ্ক কষেই যেন জিতে গেল দক্ষিণ আফ্রিকা

0

ভারতের পাহাড় টপকানো সহজ, সে’কথাই যেন বুঝিয়ে দিল প্রোটিয়ারা। প্রথম ম্যাচে ৪ বল বাকি থাকতে ম্যাচ হেরেছিল দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় ম্যাচে চার বল হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নিল টেম্বা বাভুমার দল। ভারতের ৩৫৮ রানের বিশাল রান টপকে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার এটা তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।
৩৫৯ রান তাড়া করতে নেমে যেভাবে খেলার, ঠিক সেভাবেই খেলেছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম একাই ব্যাপারটা সহজ করে দিয়েছেন। ৯৮ বলে ১১০ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। মার্করামকে ভালো সঙ্গ দিয়েছেন টেম্বা বাভুমা। অধিনায়ককে নিয়ে ৯৬ বলে ১০১ রানের জুটি গড়েছেন মার্করাম। বাভুমা ফেরেন ৪৬ রানে।

১৯৭ রানে মার্করাম ফিরলে ব্রিটজকে ও ডেভাল্ড ব্রেভিস গড়েন ৬৪ বলে ৯২ রানের জুটি। ব্রেভিস করেছেন ৫৪ রান (৩৪ বল) আর ব্রিটজ করেছেন ৬৮ রান (৬৪ বল)। একদম যেন অঙ্ক কষেই ম্যাচ এগিয়ে নিয়ে গেছে। যত এগিয়েছে তখন ম্লান হয়েছে কোহলি-রাহুলদের মুখ। এর আগে কোহলির ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি ও রুতুরাজ গায়কোয়াড়ের প্রথম সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান তোলে ভারত। ৯০ বলে সেঞ্চুরি করা কোহলি সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে  ৮৪তম সেঞ্চুরির দেখা পেয়েছেন। ওয়ান ডে ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫৩।

সিরিজের প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন কোহলি। এ নিয়ে ১১ বার ওয়ানডেতে টানা দুই বা তার বেশি ইনিংসে সেঞ্চুরি করলেন কোহলি। এটাও রেকর্ড। রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে কোহলি গড়েন ১৯৫ রানের জুটি। শেষ পর্যন্ত ৭টি চার ও ২টি ছক্কায় ৯৩ বলে ১০২ রান করে থামেন কোহলি। সেঞ্চুরি পেয়েছেন আর এক ব্যাটার রুতুরাজও। ৮৩ বলে ১০৫ রানের ইনিংসে সাজানো ছিল ১২টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক কেএল রাহুল শেষদিকে ৪৩ বলে ৬৬ করেন। দুর্দান্ত ব্যাটিং করেও রায়পুরে হাসি মুখে মাঠ ছাড়তে পারল না টিম ইন্ডিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *