কঠিন চ্যালেঞ্জ টপকে সুপার কাপের ফাইনালের ছাড়পত্র পেতে মরিয়া লাল হলুদ কোচ অস্কার ব্রুজো
কুয়াদ্রাত স্বপ্ন জয় করতে পেরেছিলেন। অস্কার ব্রুজো কি সেই স্বপ্ন উস্কে দিতে পারবেন!বৃহস্পতিবার সুপার কাপের ফাইনালে উঠতে ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে পাঞ্জাব এফসিকে। সুপার কাপের শেষ চারে ওঠার পর এক মাসেরও বেশি অপেক্ষা করে রয়েছে লাল হলুদ ব্রিগেড। অবশেষে ফের মাঠে বল গড়াচ্ছে। তবে তার আগে চিন্তাও রয়েছে অস্কার ব্রুজোর। কারণ, সেমির যুদ্ধে নামার আগে চোটের কারণে জয় গুপ্তা অনিশ্চিত।যদিও ম্যাচের আগের দিন কোচের পাশে বসে জয় গুপ্তা জানান, তিনি খেলার মতো জায়গায় রয়েছেন।বিদেশি তারকা কেভিন সিবিল, মিগেল ফেরেইরা, সাউল ক্রেসপো, হিরোশি ইবুসুকি ও হামিদ আহদাদ দুর্দান্ত ফর্মে রয়েছেন, সেটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে অস্কার ব্রুজোকে।

নক আউট পর্বের প্রস্তুতির জন্য সপ্তাহ খানেক আগেই দল নিয়ে গোয়ায় চলে এসেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এই সিদ্ধান্ত তাদের। সুপার কাপ জেতার জন্য যে তারা মরিয়া, তা তাদের এই উদ্যোগেই স্পষ্ট। ব্রুজো বলেন, ‘‘মরশুমের শুরু থেকেই আমরা ভালো খেলছি। দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করাটা খুব প্রয়োজনীয় ছিল। সময় দেওয়াটাও দরকার ছিল। সকলেই আশা করি বুঝতে পারছেন, আমরা ট্রফি জেতার জন্য কতটা তৈরি।’’ গোয়ার মাঠে খেলা। এখানে কতটা কঠিন হতে পারে তা নিয়েই চিন্তিত লাল হলুদ সমর্থকরা। তবে কোচ অস্কার ব্রুজো বলেন, ‘‘গোয়াতে খেলার অভিজ্ঞতা রয়েছে দলের। আমরা জানি ঠিক কোন কাজ আমাদের করতে হবে।’’

পঞ্জাবও শক্ত গাঁট। নসুঙ্গুসি এফিয়ং পঞ্জাবের দলের আক্রমণে অন্যতম সেরা অস্ত্র। গত মরশুমে উজবেকিস্তানের সর্বোচ্চ স্তরের ক্লাব ফুটবলে সাতটি গোল করেন এই ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। এ ছাড়া বসনিয়ান মিডফিল্ডার সামির জেলস্কোভিচ তাঁর দলের মাঝমাঠে এক বড় ভরসা। তবে তা নিয়ে সতর্ক লাল হলুদের স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘‘ওরা প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে। নতুন ফুটবলারও এসেছে ওদের দলে। সর্বশক্তি দিয়ে আমাদের বিরুদ্ধে খেলবে ওরা।’’ বৃহস্পতিবারই রাতের ম্যাচে অন্য সেমিফাইনাল হতে চলেছে পশ্চিমী ডার্বি। এই ম্যাচে মুখোমুখি হবে আরব সাগরপাড়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি।

প্রথম সেমিফাইনাল – ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি
বিকেল ৪.০০,
লাইভ স্ট্রিমিং – জিও হটস্টার
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস খেল
