চোট থেকে ফিরেই স্বমহিমায় হার্দিক, বোলারদের দাপটে টি২০তে প্রথমেই বড় জয় ভারতের

0

কটকে শুধু সহজই নয়, বড় জয় পেল ভারত। টি২০তে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারিয়ে সিরিজ শুরু করল ভারত। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ভারত তোলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান। জবাবে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ১২.৩ ওভারে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায়। এদিন ভারতের বোলিং ব্রিগেডের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। টি২০ তে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর।

চোট সারিয়ে এদিনের দলে প্রত্যাবর্তন করেন হার্দিক পাণ্ডিয়া। তিনি যে স্বমহিমায় রয়েছেন বুঝিয়ে দেন ব্যাটিংয়েই। ভারতের রানের গতি বাড়িয়ে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন তিনিই। এদিনও ফের টস হারে ভারত। প্রত্যাশিতভাবেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৪ রানে ফেরেন চোট সারিয়ে দলে ফেরা সহ অধিনায়ক শুভমন গিল। অধিনায়ক সূর্যকুমার যাদবও ব্যর্থ হন। মাত্র ১২ রানের বেশি তিনি করতে পারেননি। মাত্র ১৭ রানে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর লড়াই শুরু করেন তিলক বর্মা, অক্ষর প্যাটেল। ৭৮ রানে ৪ উইকেট হারায় ভারত। অভিষেক শর্মা ১৭ রানে ফেরেন আর তিলক ২৬ রান করেন। সেখান থেকেই দলকে টানেন হার্দিক। মাত্র ২৮ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এরমধ্যে রয়েছে ৬টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি। মূলত হার্দিকের ওই ইনিংসেই শেষ পর্যন্ত ১৭৫ রানে পৌঁছয় টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল করেন ২৩ রান। শিবম দুবে করেন ১১ রান। হার্দিকের সঙ্গে ১০ রানে অপরাজিত থাকেন জিতেশ শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট খোয়াতে থাকে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই অর্শদীপ সিং তুলে নিলেন ডি’কক-কে। এরপর একে একে মার্করাম, স্টাবস, মিলার, ফেরেরিয়া রান তাড়া করতে ব্যর্থ হন। একমাত্র ব্রেভিস (২২) ছাড়া কোনও দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার কুড়ি রানের গণ্ডি পেরোননি। মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যান মার্করামরা। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন অর্শদীপ, বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাঁক টে হার্দিক এবং দুবে পেলেন একটি করে উইকেট।
এদিন বুমরাহ টি২০ কেরিয়ারে শততম উইকেট পেয়েছেন। একমাত্র ভারতীয় বোলার হিসাবে ৩ ফরম্যাটেই উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেললেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *