২০২৬ সাল। ক্রিকেট থেকে ফুটবল একাধিক বিশ্বকাপের আসর, দেখে নিন কোন মাসে কোন খেলা
২০২৫ সাল যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমন ক্রীড়াক্ষেত্রে ২০২৬ সাল আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বছর যেমন ফুটবল বিশ্বকাপ রয়েছে, তেমনই রয়েছে ক্রিকেট বিশ্বকাপও। একনজরে বছর শুরুতেই দেখে নেওয়া যাক খেলার ক্যালেন্ডার।
ক্রিকেট
আইসিসি টি২০ বিশ্বকাপ : ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে আইসিসি টি২০ বিশ্বকাপ।
আইপিএল : ২০২৬ আইপিএল টুর্নামেন্টের তারিখ অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।তবে প্রতি বছরের মতো এবারও আগামী মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আয়োজন করা হবে।
আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ : ২০২৬ সালের জুন-জুলাই মাসে আয়োজন করা হবে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ।
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ : ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি।
এছাড়াও ভারতের বছর শুরুতেই রয়েছে নিউজিল্যান্ড সফর। ১১ জানুয়ারি থেকে ওডিআই ও টি২০ সিরিজ খেলবে। জুলাই মাসে রয়েছে ইংল্যান্ড সফর। আগস্ট মাসে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর। বছর শেষে রয়েছে নিউজিল্যান্ড সফর।
ফুটবল
ফিফা বিশ্বকাপ ২০২৬ : আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ফুটবলের সবথেকে বড় টুর্নামেন্ট আয়োজন করবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে এই টুর্নামেন্ট হবে।
টেনিস : অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১২ জানুয়ারি। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এছাড়াও ফ্রেঞ্চ ওপেন শুরু হবে মে মাসে। উইম্বলডন হবে জুন-জুলাই মাসে, ইউ ওপেন হবে আগস্ট-সেপ্টেম্বর মাসে, এটিপি ফাইনালস হবে নভেম্বরে।
শীতকালীন অলিম্পিক গেমস : ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মিলান, কার্টিনা এবং ইটালির যৌথ উদ্যোগে হবে শীতকালীন অলিম্পিক।
শীতকালীন প্যারালিম্পিক গেমস : ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন প্যারালিম্পিক গেমসের আয়োজন করা হবে ইটালির মিলানে।
কমনওয়েলথ গেমস : আগামী ২৩ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের আসর বসবে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল : হাঙ্গেরির বুদাপেস্টে ৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ।
হকি : আগস্ট মাসে হবে এফআইএইচ হকি বিশ্বকাপ
