শক্তি কাপুরকে নিয়ে হাসপাতালে মেয়ে শ্রদ্ধা! পাপারাজ্জিদের দেখে যা করলেন বলিউড অভিনেত্রী!
বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর কি অসুস্থ? বাবা শক্তি কাপুরকে নিয়ে হঠাৎই হাসপাতালে যান শ্রদ্ধা কাপুর। সেখানে গিয়ে অবশ্য অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হতে হয় বলিউড অভিনেত্রীকে।পাপারাজ্জিদের নজরে আসতেই ক্যামেরাবন্দি হয় সেই ছবি। বাবাকে নিয়ে ব্যস্ততার মাঝেই শ্রদ্ধাও বুঝতে পারেন কী ঘটতে চলেছে। সতর্ক হয়ে হাতের ইশারায় ছবি তুলতে বারণ করেন তিনি।
এদিন দুপুরে ৭৩ বছর বয়সী শক্তি কাপুরকে নিয়ে শ্রদ্ধা কাপুর যখন হাসপাতালের সামনে পৌঁছোন, তখন তাদের দুজনের মুখেই মাস্ক ছিল।শ্রদ্ধা পরেছিলেন একটি ছাপা ছাপা শার্ট, ডেনিম প্যান্ট। শক্তি পরেছিলেন গোলাপি রঙের হাফপ্যান্ট এবং টি শার্ট। গাড়ি থেকে নেমেই শক্তি কাপুরকে ধরে নিয়ে হাসপাতালের মধ্যে ঢুকতে যান শ্রদ্ধা। সে’সময়ই বোঝেন একটু দূরেই গোটা ঘটনা ক্যামেরাবন্দি হচ্ছে।অস্বস্তিতে পড়ে যান তিনি। এরপরই হাতের ইশারায় ছবি তুলতে নিষেধ করেন তিনি। এই ছবিও এরমধ্যেই ভাইরাল হয়ে যায়।
শক্তি কাপুরের হঠাৎ হাসপাতালে যাওয়া নিয়ে ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হলেও পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্বস্ত সূত্রের খবর, অসুস্থতা নয়, বছর শুরুতে রুটিন চেক আপ করাতেই শক্তি কাপুরকে হাসপাতালে নিয়ে আসেন শ্রদ্ধা। দীর্ঘদিন পর প্রকাশ্যে আসা শ্রদ্ধা কাপুরকে নিয়েও অবশ্য কৌতূহল ছিল ভক্তদের। কারণ, গত নভেম্বর মাসে ‘ইথা’ সিনেমার শুটিংয়ের সময় বাঁ পায়ের পাতায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। এরপর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল তাঁকেও। বাবাকে নিয়ে তিনি পায়ের চিকিৎসা করাতে এসেছিলেন কিনা হাসপাতালে, তাও স্পষ্ট নয়।
কিছুদিন আগেই মেয়ের ব্যক্তিত্ব নিয়েও শক্তি কাপুর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শ্রদ্ধা খুবই জেদি এবং নিজের নীতিতে অটল।কিছু নির্দিষ্ট মূল্যবোধ আছে, যেগুলো খুব কড়াভাবে অনুসরণ করে। তিনি এও বলেছিলেন, আমাদের সম্পর্কটা বন্ধুর মতো।
