আমার ছেলে প্রাপ্তবয়স্ক , নিজেই সিদ্ধান্ত নিয়েছে কার সঙ্গে থাকতে চায়: জয়জিৎ
গত ২৪ ঘণ্টায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ সোমবার সকালে নিজেই ফেসবুকে অভিনেতা লেখেন, “১২ ডিসেম্বর আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে।” তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে বহুদিন ধরেই হয়েছে বিস্তর জল্পনা। কোনও দিনই এই বিষয়ে আলোচনা করেননি তাঁর। খানিক এড়িয়েই চলতেন।

এই পরিস্থিতি ছেলে যশোজিৎ বন্দ্যোপাধ্যায় কী ভাবে সামলালেন। এই প্রসঙ্গে আডিশন- এর তরফ থেকে যোগাযোগ করা হয় জয়জিতের সঙ্গে। উত্তরে তিনি বলেন, “ছেলের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর ও এখন প্রাপ্তবয়স্ক৷ তাই নিজেই সিদ্ধান্ত নিয়েছে কার সঙ্গে থাকবে৷” অভিনেতা জানিয়েছেন, মা-বাবার থেকেও বেশি ঠাকুমা-দাদু মানে জয়জিতের মা,বাবার সঙ্গে থাকতে চেয়েছিলেন যশোজিৎ।


অভিনেতা যোগ করেন, “গত দুবছর ধরে আমরা আলাদা থাকি। তবে কারও প্রতি কারও খারাপ লাগা নেই৷ যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছি আলদা হওয়ার৷ এখন ছেলেকে ভাল করে মানুষ করতে চাই ব্যস এটুকু৷” উল্লেখ্য, অভিনেতাকে অনেক দিন হয়ে গেল সে ভাবে পর্দায় দেখেনি দর্শক। অন্য দিকে শ্রেয়া একটি কর্পোরেট সংস্থার কর্মী। তবে অভিনেতা কোনও দিন চাননি তাঁদের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া হোক। তাঁদের ছেলে এখন কলেজের ছাত্র। এই আলোচনা তাঁর উপর প্রভাব ফেলুক চাননি তাই এড়িয়েই চলতেন এই কথা৷ কিন্তু আর কিছুই চাপা থাকল না। অভিনেতার দাবি, আনন্দের খবর নয় এটা, তাই এই ভাবে ঘোষণা করার ইচ্ছা ছিল না তাঁর। শান্তিতে থাকার জন্য পথ আলাদা হওয়াই শ্রেয় বলে ভেবেছেন জয়জিৎ ও শ্রেয়া।
