১৪ মাসেই মোহভঙ্গ! ম্যান ইউয়ের কোচ আমোরিমের চাকরি গেল, বদলে অনামী কোচেই ভরসা

0

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ। আবারও কোচ ছাঁটাই করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কোপ পড়ল রুমেন আমোরিমের ওপর। অবশ্য এমনটা প্রত্যাশিতই হয়ে উঠছিল। বেশ কিছুদিন ধরেই ক্লাব কর্মতর্কাদের সঙ্গে আমোরিমের মতবিরোধ চলছিল। শেষ ম্যাচে লিডসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর খোলাখুলিভাবে আমোরিম বলেন,‘আমি তাদের ম্যানেজার হতে এসেছি, কোচ নয়। ১৮ মাসের চুক্তি শেষ হলে আমি চলে যেতে প্রস্তুত।’

এরপরই রুবেন আমোরিমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। মেয়াদ শেষ পর্যন্ত অপেক্ষা করেনি ম্যাঞ্চেস্টার। তার আগেই আমোরিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। এক বিবৃতিতে তারা জানায়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টেবিলের ৬ নম্বরে থাকায়, ক্লাবের কর্মকর্তারা অনিচ্ছাসত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছে যে, পরিবর্তন আনার এটাই সঠিক সময়। দলকে সম্ভাব্য সর্বোচ্চ অবস্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার চেষ্টা চলছে। রুবেনকে তাঁর অবদানের জন্য ক্লাব ধন্যবাদ জানাতে চায়।’ পর্তুগিজ এই কোচের সঙ্গে চাকরি হারায় তার পুরো কোচিং স্টাফও। ২০২৪ সালের নভেম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন ৪০ বছর বয়সী রুবেন আমোরিম। তার অধীনে ৬৩ ম্যাচে ২৫টি ম্যাচ জিতেছে রেড ডেভিলরা।

এরপর সময় নষ্ট করেনি ম্যান ইউ। জানা গেছে, আমোরিমের স্থলাভিষিক্ত হবেন প্রাক্তন স্কটিশ ফুটবলার ড্যারেন ফ্লেচার। সিনিয়র দলের কোচ হিসেবে এটাই তার প্রথম চাকরি। আগামী বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষে কোচের দায়িত্ব পালন করবেন ফ্লেচার। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন ড্যারেন ফ্লেচার। জিতেছেন ৫টি প্রিমিয়ার লিগ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও। এ বার গুরুদায়িত্বে ক’টা ট্রফি জেতাতে পারেন ফ্লেচার, তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *