সিডনিতে তৃতীয় দিন শুরুটা হেডের, বাকিটা স্মিথের, দিনের শেষে হতাশ ইংল্যান্ড

0



সিডনি টেস্টে ব্যাটিংয়ের লড়াই। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৮৪ রানের জবাবে অস্ট্রেলিয়া যখন ৬ উইকেটে ৩৬৬, তখন মনে হয়েছিল এই ম্যাচ জমে যাবে। কিন্তু দিনের শেষে ছবিটা আলাদা। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৫১৮ রানের পাহাড় গড়েছে। এরই মধ্যে লিড ১৩৪ রানের।স্টিভ স্মিথ কেরিয়ারের ৩৭তম সেঞ্চুরি করে অপরাজিত আছেন ১২৯ রানে। তার সঙ্গে ৪২ রান নিয়ে ব্যাট করছেন বিউ ওয়েবস্টার।
তৃতীয় দিনটা অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৬৬ রান নিয়ে শুরু করেছিল। ট্রাভিস হেড, ৯১ রানে অপরাজিত থেকে, সেই ইনিংসকে নিয়ে যান ১৬৩ পর্যন্ত। অ্যাশেজ সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড।১৬৬ বলে ২৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৬৩ রানের ইনিংস খেলেন হেড। তাতে স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছর পুরোনো এক রেকর্ড ছাড়িয়ে গেছেন।১৯৩০ সালে লর্ডসে ১৬৬ বলে ১৫০ রান করেছিলেন ব্র্যাডম্যান।হেড এই তালিকায় ২ বার স্থান পাওয়া একমাত্র ব্যাটার, এর আগে ২০২১ সালে ব্রিসবেনে তিনি ১৪৩ বলে ১৫০ রান করেছিলেন।এদিন তিনি ১৫০ করেছেন ১৫২ বলে। এছাড়াও ২০০২-০৩ মরশুমে হেডেনের পর প্রথম অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে ঘরের মাঠে অ্যাশেজে তিনটি সেঞ্চুরি করার নজির গড়লেন।স্মিথের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে হেড আউট হওয়ার পর নামেন উসমান খোয়াজা। আন্তর্জাতিক কেরিয়ারে সিডনি টেস্টই শেষ ম্যাচ, তাই নামার সময় উঠে দাঁড়িয়ে সম্মান দেখান মাঠের দর্শকরা।যদিও ১৭ রানের বেশি করতে পারেননি খোয়াজা। এরপরের অংশটুকু স্মিথেরই। অষ্টম উইকেটে ওয়েবস্টারের সঙ্গে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে তৃতীয় দিনের খেলা শেষ করেন স্মিথ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *