পুজোর আগে শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল! প্রকাশ্যে দেবলীনার কোন ঘটনা?
এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। রবিবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিজের সাংসারিক সমস্যার কথা প্রকাশ্যে আনেন। হাসপাতাল সূত্রের খবর তার পরেই তিনি অনেক ঘুমের ওষুধ খেয়ে নেন। আপাতত তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন।বন্ধু সায়ক চক্রবর্তী, প্রেরণা ভট্টাচার্য গিয়েছিলেন তাঁকে দেখতে। হাসপাতাল থেকে ভিডিয়োও করেছিলেন সায়ক। যা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।
দর্শক থেকে ছোটপর্দার তারকাদের একাংশ সকলেরই দাবি, কেন এ ভাবে ফেসবুক লাইভ করা হচ্ছে হাসপাতাল থেকে।এক মন্তব্য করেছেন, “এক জন অসুস্থ হতেই পারেন। বন্ধু হিসাবে সবাই পাশে আছেন। খুব ভাল কথা। কিন্তু তা বলে হাসপাতাল থেকে লাইভ করবেন? বরং এই মুহূর্তে দেবলীনার কাউন্সিলিং প্রয়োজন।”
এ প্রসঙ্গে সায়ক বা প্রেরণা যদিও কোনও মন্তব্য করেননি। তবে দেবলীনার অসুস্থতার প্রসঙ্গে মঙ্গলবার প্রেরণা বলেন, “কেউ তো সম্পর্ক ভাঙবে বলে বিয়ে করেন না।” সেই সঙ্গে সায়ক যোগ করেছিলেন, “পুজোর আগে দেবলীনাকে বাড়ির বাইরেও বের করে দেওয়া হয়েছিল। ও অনেক কিছু সহ্য করে ওখানে ছিল। আমি বিয়ের আগেও বলেছিলাম ও এই সিদ্ধান্ত ভেবে চিন্তে নিচ্ছে তো।” প্রেরণা জানান, গায়িকা কিছুই খাচ্ছেন না। হাসপাতাল থেকে বলা হয়েছে ঠিক করে খাওয়ানোর জন্য। অনেক ওষুধ চলছে। কিন্তু তার পরেও খেতে চাইছেন না তিনি। এই ঘটনার পরে দেবলীনার মা-ও মুখ খোলেন। তিনি জানিয়েছেন, এত কিছুর পরেও তাঁর মেয়ে ফিরে যেতে চায় স্বামী প্রবাহ নন্দীর কাছে। কিন্তু এখনও পর্যন্ত স্বামী বা শ্বশুরবাড়ির তরফে কেউ যোগাযোগ করেননি দেবলীনা বা তাঁর পরিবারের সঙ্গে।
