বিসিবির বায়না খারিজ আইসিসির, ভাঙবে তবু মোচকাবে না বাংলাদেশ ‘আসবেই না ভারতে’!

0

আইসিসি ভার্চুয়াল বৈঠকের পরই স্পষ্ট করে দিয়েছে, কোনও বায়না নয়। টি২০ বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রস্তাব খারিজ করে দিয়েছে আইসিসি। ভারতে খেলার জন্য যথেষ্ট নিরাপত্তা নেই, এমনই জানিয়েছিল বিসিবি। বিসিসিআই যে দাবিকে পাত্তা দেয়নি। আইসিসিও মনে করেছে, যথার্থ কোনও কারণ নেই ভারতে খেলতে না আসার। ফলে, টি২০ বিশ্বকাপ যদি খেলতেই হয় বাংলাদেশকে তাহলে ভারতে নির্ধারিত ভেন্যুতে এসেই খেলতে হবে।


সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তারপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, নিরাপত্তার কারণে তারা ভারতে খেলতে চায় না। বদলে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হোক, এমনটা দাবি আইসিসিকে চিঠি লিখে জানিয়েছিল। কিন্তু প্রতিশোধ আর নেওয়া হয়নি বাংলাদেশের। তবে মনোভাবটা এমন, ভাঙবে তবু মোচকাবে না। বাংলাদেশ সরকারের তরফে বুধবার ফের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে তারা অংশ নেবে না। বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ কথা জানান। আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সামগ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনও আপস করা হবে না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই, তবে নিরাপদ পরিবেশে। ভারত নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই।যেহেতু শ্রীলঙ্কাও আয়োজক দেশ, সেখানে খেলতে আমাদের কোনও আপত্তি নেই। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’ জানা গেছে, আগামী দুই এক দিনের মধ্যেই বিসিবি আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানাবে।
আইসিসির কাছে বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পর দুটো পথই খোলা আছে। বাংলাদেশ খেলতে আসতে না চাইলে, তাদের সব ম্যাচই ওয়াক ওভার হিসেবে দেখা হবে। তাতে কঠোর শাস্তিও দিতে পারে আইসিসি। অন্য উপায়, বাংলাদেশকে এ বার বাদ রেখে অন্য দলকে সুযোগ করে দেওয়া। সময় বলবে, বিতর্ক কোন দিকে গড়ায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *