সিডনিতে জিতে খোয়াজার বিদায় মধুর করল অস্ট্রেলিয়া, হতাশ ইংল্যান্ডে রদবদলের হাওয়া

0

সিডনি টেস্টে হার বাঁচাতে পারেনি ইংল্যান্ড। ৪-১ ফলাফলে অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ইংল্যান্ড যেমন ভেঙে পড়েছে, তেমন স্বস্তি পেয়েছে আবার ভারতীয় শিবির। কারণ, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অ্যাশেজের পঞ্চম টেস্টে হারের পর ইংল্যান্ডের থেকে ভারতের পয়েন্টের ব্যবধান অনেকটাই বেড়েছে। ভারত ৬ নম্বরে, ইংল্যান্ড রয়েছে ৭ নম্বরে।

সিডনিতে চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের বোর্ডে রান ছিল ৮ উইকেটে ৩০২। শেষ ভরসা হিসেবে ১৪২ রানে অপরাজিত ছিলেন জ্যাকব বেথেল। কিন্তু পঞ্চম দিন ইংল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ১৩.২ ওভার। তাতে নতুন করে রান যোগ হয় মাত্র ৪০। পঞ্চম দিনের প্রথম সেশনে ৩৪২ রানে অলআউট হয়ে ১৬০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়াকে। শেষপর্যন্ত এই ম্যাচ ৫ উইকেটে অস্ট্রেলিয়া জিতে নিয়েছে। খোয়াজাও জয় দিয়েই স্মরণীয় করে রাখল কেরিয়ারের শেষটা। যদিও বিদায়ী টেস্ট খেলতে নামা উসমান খোয়াজা ৬ রানের বেশি করতে পারেননি।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ২০১১ সালে অ্যাশেজ দিয়ে খোয়াজার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। খোয়াজা বলেন, ‘আমার কাছে এটা অনেক বড় পাওয়া। অনেক কিছু জড়িয়ে রয়েছে এখানে। আমার ব্যাট থেকে জয়সূচক রান আসবে, এটাই চেয়েছিলাম। পুরো টেস্ট ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছিল। মাঠে মনোযোগই দিতে পারছিলাম না। আমার যে কেরিয়ার,তাতে ভীষণ কৃতজ্ঞ।’

সিডনিতে ১৬৩ ও ২৯ রান করে ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। সিরিজে ব্যাট হাঁতে ২০২ রান ও ৩১ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন মিচেল স্টার্ক।

বাজবল ক্রিকেটের দাপট একেবারে মুছে গেছে এবারের অ্যাশেজে। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। এখন ব্যর্থতার কারণ বের করতেই আলোচনা শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তশ্রী পারফরম্যান্সের পর এবার প্রশ্নের মুখে ইংল্যান্ড কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট।  ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড সাফ জানিয়ে দিয়েছেন যে, আগামী কয়েকমাসের মধ্যেই প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।ফলে, ব্রেন্ডন ম্যাকালাম কোচ পদে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *