বাংলাদেশের তামিম আসলে ‘ভারতের দালাল’! তোপ দেগে নিজের দেশেই বুমেরাং বিসিবি কর্তা
বাংলাদেশ ক্রিকেট, ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজেদের মধ্যেই ‘গৃহযুদ্ধ’ শুরু করে দিল। মুস্তাফিজুরের ঘটনায় বিতর্ক-এর মাঝেই তামিম ইকবালকে নিয়েই বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে শুরু হয়ে গেল বিভেদ। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে তোপ দেগেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও আর্থিক কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তাতেই চটেছেন তামিমের সতীর্থরা। নাজমুল ইসলাম সমাজ মাধ্যমে লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখল।’ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সফলতম ওপেনারকে এভাবে আক্রমণ করায় নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল। তিনি ওই পোস্ট পরে সরিয়ে নিলেও ততক্ষণে সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম লিখেছেন, ‘প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থি। এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি।’ একই দাবি জানিয়েছেন সে দেশের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মুমিনুল হকও। তিনি লেখেন, ‘একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মানও দেওয়া হয়নি; বরং তাকে জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। এত বড় দায়িত্বে বসে কোথায় এবং কীভাবে কথা বলতে হয়, তার বেসিক শিষ্টাচারও এ ধরনের মন্তব্যে দেখা যায়নি। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পরিচালকের উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া ।’
আসলে, এর আগে ভারতে খেলার ব্যাপারে বিসিবির অবস্থান নিয়ে তামিম বলেন, ‘সবার মতো আমার কাছেও বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সবকিছুর আগে। কিন্তু আপনার ভবিষ্যৎ, সবকিছু চিন্তা করে আপনি যদি দেখেন, আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ কিন্তু আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে।’ এও বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হত দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল। তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়।’
