কথা রাখলেন সুনীল গাভাসকর! উপহার পেয়ে উচ্ছ্বসিত জেমাইমা, দু’জনে মিলে বসালেন গানের আসর
যেমন কথা তেমন কাজ। জেমাইমাকে দেওয়া কথা রাখলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর। বলেছিলেন, বিশ্বকাপ ট্রফি জিতলে জেমাইমা রডরিগেজ গিটার বাজাবেন আর তিনি গান গাইবেন। জেমাইমার কাছে তা ছিল স্বপ্ন। সেই স্বপ্নই আচমকা সত্যি করে দিলেন গাভাসকর। শুধু জেমাইমার সঙ্গে বসে গানই গাইলেন না, বিশ্বজয়ী তারকাকে দিলেন বিশেষ উপহার। তিনি জেমাইমার হাতে তুলে দিয়েছেন ব্যাটের আদলে তৈরি একটি কাস্টমাইজড গিটার। জেমাইমা সেটা বাজালেন আর গান গাইলেন গাভাসকার। ‘শোলে’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে।’
উইমেন্স প্রিমিয়ার লিগ শুরুর ঠিক আগে এমন ছবিই দেখা গেছে দুই তারকার। তা সমাজ মাধ্যমে ভাইরালও হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, হাসিমুখে স্বতস্ফূর্তভাবেই জেমাইমাকে স্বাগত জানাচ্ছেন গাভাসকার। এরপর ছোট্ট ব্যাগে গিফট তুলে দিয়ে বলেন, চমক কিন্তু এখানে নয়। এরপরই টেবিলে পর্দা সরিয়ে কাঠের বাক্সটা দেখান তিনি। যা দেখে মোহিত হয়ে গিয়েছিলেন জেমাইমা। তিনি বলেন, ‘আজ আমি ওপেনিং ব্যাটার নই।’ এরপর বাক্সটা খুলে উচ্ছ্বসিত হয়ে পড়েন জেমাইমা। মজা করে তিনি জিজ্ঞেসও করেন, ‘এটা দিয়ে ব্যাট করব, না গান গাইব?’ গাভাসকর মুচকি হেসে জানান, ‘দুটোই করা যাবে।’ তারপরই সেই ব্যাট গিটার হাতে নিয়ে জেমাইমা সুর তোলেন আর গাভাসকর ‘শোলে’ ছবির বিখ্যাত কালজয়ী গান ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে’ গাইতে শুরু করে। এরপর সমাজ মাধ্যমে জেমাইমা লেখেন,‘সুনীল স্যার কথা রেখেছেন। আর আমরা আনন্দ করেছি সবচেয়ে কুল ‘ব্যাট-আর’-এর সঙ্গে। এটা সত্যিই বিশেষ একটা মুহূর্ত।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১২৭ রানের ঐতিহাসিক ইনিংসের পর এবার ওমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নতুন চ্যালেঞ্জে নামছেন জেমাইমা।
