দুঃখ নেই গিলের! ওডিআই ম্যাচের আগে চিন্তা বাড়ালেন পন্থ! ফিরছেন শ্রেয়স, নজরে কো-রো জুটি

0

আসন্ন ২০২৬ টি২০ বিশ্বকাপের  ভারতীয় দলে জায়গা হয়নি। এরজন্য কোনও দুঃখ নেই ভারতের টেস্ট ও একদিনের অধিনায়ক শুভমন গিলের। বরঞ্চ ভারতীয় দলের পাশে থেকেই সমর্থন করতে চান একইভাবে। বাদ পড়া নিয়ে প্রথমবার মুখ খুলে শুভমন বলেন, ‘নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। বিশ্বকাপের জন্য দলকে শুভেচ্ছা।’ এরসঙ্গেই তিনি আরও বলেন, ‘আমি যেখানে থাকার কথা, সেখানেই আছি। ভাগ্যে যা লেখা আছে, তা কেউ কেড়ে নিতে পারে না। একজন ক্রিকেটার হিসেবে দেশের জন্য সেরাটা দেওয়ার বিশ্বাস আমার আছে। নির্বাচকেরা তাঁদের সিদ্ধান্ত নিয়েছেন।’ এরপর বলেন, ‘আমি টি-টোয়েন্টি দলকে শুভকামনা জানাই। আমি আশা করি তারা বিশ্বকাপ জিতবে।’

এর আগে গত এশিয়া কাপে সহ অধিনায়ক হিসেবে দলে জায়গা পেয়েছিলেন গিল। কিন্তু পারফরম্যান্সে ছাপ রাখতে পারেননি। পাননি তেমন রানও। গত ১৫টি টি২০ ম্যাচে তিনি করেছেন মাত্র ২১৯ রান। ব্যর্থতাই সঙ্গী হয়েছে লাগাতার।
উল্লেখ্য, এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শুভমান গিল।


রবিবার থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ফের অধিনায়ক রূপে দেখা যাবে তাঁকে। রবিবার বরোদার কোটাম্বি স্টেডিয়ামে প্রথম কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নতুন স্টেডিয়ামে বিরাট কোহলি, রোহিত শর্মার দিকেই নজর থাকবে সকলের। অনুশীলনেও চনমনে দেখা গেছে তাদের। তবে ম্যাচ খেলতে নামার আগে চিন্তায় ফেলেছেন ঋষভ পন্থ। নেটে অনুশীলনের সময় ব্যাট করতে গিয়ে চোট পেয়েছেন ঋষভ পন্থ। থ্রো-ডাউন স্পেশালিস্টদের বিরুদ্ধে ব্যাটিং করার সময় তাঁর কোমরের ঠিক উপরে বল লাগে। আঘাত পাওয়ার পরই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। চোটের গুরুত্ব সম্পর্কে এখনও কোনও সরকারি বিবৃতি প্রকাশিত হয়নি, তবে টিম ম্যানেজমেন্ট তাঁর অবস্থার উপর নজর রাখছে।

এদিকে, এই ম্যাচে ফোকাসে রোহিত শর্মা ও বিরাট কোহলি থাকলেও চোট সারিয়ে ফিরছেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ারও। ফলে একাদশে কেমন হয় সেদিকে কৌতূহল থাকছে ক্রিকেটপ্রেমীদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *