ছোটদের ডার্বিতেও দাপট লাল হলুদের, হেরে গিয়েও শীর্ষেই থাকল মোহনবাগান

0

ডার্বিতে এ বার সিনিয়ররা দাপট দেখিয়েছে। ছোটরাও কম গেল না। অনূধ্বর্ ১৮ এলিট লিগের ডার্বিতে ২-০ গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাল ছোটদের লাল হলুদ। প্রথমার্ধে অবশ্য কোনও গোলই হয়নি। দ্বিতীয়া্র্ধে মোহনবাগান ১০ জনে হতেই চেপে বসে ইস্টবেঙ্গল। আসে দু’দুটি মূল্যবান গোল। লাল হলুদের হয়ে দুটি গোল করেন চেসাম ইয়াহিয়া ও প্রীতম গাইন। তবে ডার্বি হেরেও শীর্ষে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ৭ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত দু’নম্বরে লাল হলুদের অনূর্ধ্ব ১৮ দল।যা মোহনবাগানের থেকে ১ পয়েন্ট কম।

প্রথমার্ধ দু’ দল প্রায় সমান সমান খেললেও, খেলা ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে নয়ন ছেত্রী আচমকা বাঁ দিক থেকে উঠে এসে বক্সের সামান্য বাইরে থেকে বল বাড়িয়ে দেন। সেই বাড়ানো বল বক্সে দুরন্ত ট্র্যাপ করে চকিতে ঘুরে দুরন্ত শটে জালে রাখেন চেসাম ইয়াহিয়া। গোল হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সবুজ মেরুনও। একের পর এক আক্রমণ করলেও, গোলমুখ খুলতে ব্যর্থ হয়। উল্টে প্রতি আক্রমণে আরও এক গোল হজম করলে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ডেগি কার্ডোজোর ছেলেরা। শোধ করার তাড়নায় ইস্টবেঙ্গল অর্ধে উঠে আসা ফুটবলাররা রক্ষণে ফাঁকের দিকে নজর দিতে পারেননি। সেই সুযোগেই দ্রুত প্রতিআক্রমণ তুলে আনে লালহলুদ। আর সেখান থেকেই গোল করে যান পরিবর্ত হিসেবে নামা প্রীতম গাইন।


এর আগের লেগে মোহনবাগান মাঠে দুই দল ১-১ গোলে ম্যাচ শেষ করেছিল। ফলে, লিগের লড়াইতে থাকতে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ইস্টবেঙ্গলের কাছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *