চ্যাম্পিয়নদের মতোই সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার, প্রথম ম্যাচেই নাগাল্যান্ডকে দিল ৪ গোল 

0

চ্যাম্পিয়নদের মতোই সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা। প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে এল দুর্দান্ত জয়। অসমে সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে ৪-০ গোলে জয় পেল বাংলা। ম্যাচের শুরুতেই রবি হাঁসদারের গোলে এগিয়ে যায় বাংলা। তাতে আধিপত্য বিস্তারে সুবিধে হয়ে যায় সঞ্জয় সেনের ছেলেদের।৩২ মিনিটে দ্বিতীয় গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।এই দুই গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলা। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান আকাশ হেমব্রম। এরপর ম্যাচের শেষ দিকে ৯০ মিনিটে চতুর্থ গোল করেন আকিব নবাব। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সঞ্জয় সেনের দল। এ বার ট্রফি ধরে রাখার লড়াইয়ে যেভাবে শুরু করল বাংলা, তাতে আশা বাড়ালেন রবি হাঁসদারা।


এর আগে খেলার ভেন্যু নিয়ে বেশ অসন্তুষ্ট ছিল বাংলা দল। অসমের ডিব্ৰুগড় জেলায় রয়েছে বাংলা দল। সেখান থেকে ঝক্কি সামলে লখিমপুর জেলার ঢেকুয়াখানায় খেলতে যেতে হয়েছে। ডিব্রুগড়ে বাংলার টিম হোটেল থেকে বাসে স্টেডিয়ামে পৌঁছাতে সময় লাগে প্রায় দু’ঘণ্টা। এছাড়াও ব্যস্ত সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাংলা শিবির।কারণ ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হবে বাংলা দলকে। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডের মুখোমুখি হবে বাংলা। এরপর বাংলাকে খেলতে হবে রাজস্থান, তামিলনাড়ু, অসমেরর বিরুদ্ধেও।  প্রথম ম্যাচে তামিলনাড়ুর কাছে ১-০ গোলে হেরে যায় অসম।


গত মরশুমে কেরালার মাঠে কেরালাকে হারিয়ে দীর্ঘদিন পর সন্তোষ ট্রফি বাংলায় এসেছিল। গতবারও দুর্দান্ত খেলেছিল বাংলা দল। বাছাই পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ১১ ম্যাচে মাত্র দুটো ড্র করে ভারতসেরা হয়েছিলেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠারা। চ্যাম্পিয়ন হওয়ায় এ বার সরাসরি বাংলা খেলছে মূলপর্বের গ্রুপ লিগে। ফাইনাল পর্যন্ত উঠলে খেলতে হবে মোট আট ম্যাচ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *