অভিষেকের ব্যাটিংয়ে প্রথম টি২০তে বড় জয় টিম ইন্ডিয়ার, অক্ষরের চোট চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে

0

জয় দিয়ে টি২০ অভিযান শুরু করল ভারত। মূলত অভিষেক শর্মার ব্যাটিং বীরত্বেই বড় জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। নাগপুরে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৯০ রান তুলতে পারে নিউজিল্যান্ড। তাতে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারতীয় দল।

ওপেনিং করতে নেমে ভারতীয় দলের হয়ে সেরা ব্যাটিং করেন অভিষেক শর্মা। ৫ বাউন্ডারি ও ৮ ওভার বাউন্ডারি হাঁকিয়ে তিনি ৩৫ বলে ৮৪ রান করেন। শেষদিকে ২০ বল খেলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন রিঙ্কু সিং। অপরাজিত সেই ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৩ ওভার-বাউন্ডারি।অধিনায়ক সূর্যকুমার যাদব ২২ বল খেলে ৩২ রান করেন। হার্দিক পান্ডিয়া ১৬ বলে ২৫ করেন। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থই ঈশান কিষান। ৫ বলে ৮ রান করেন মাত্র। সঞ্জু স্যামসনও ১০ রানের বেশি করতে পারেননি। শিবম দুবে ৯, অক্ষর প্যাটেল করেন ৫ রান।

সবমিলিয়ে ওঠে ২৩৮ রান। এই নিয়ে টি২০ ক্রিকেটে ৪৪ বার ২০০ বা তার বেশি রান করল ভারত। এমন কৃতিত্ব আর কোনও দলের নেই। জবাবে নিউজিল্যান্ড দল লড়াই করলেও কড়া চ্যালেঞ্জ ছুড়তে পারেনি। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান গ্লেন ফিলিপস। ৪ বাউন্ডারি ও ৬ ওভার বাউন্ডারিতে ৪০ বল খেলে ৭৮ রান করেন তিনি। মার্ক চাপম্যান ২৪ বলে করেন ৩৯ রান। ড্যারিল মিচেল ১৮ বলে ২৮ রান ও অধিনায়ক মিচেল স্যান্টনার ১৩ বল খেলে ২০ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় দলের হয়ে বরুণ চক্রবর্তী ও শিবম দুবে জোড়া উইকেট করে নেন। অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ১ উইকেট করে নেন।
এদিকে ম্যাচ জিতলেও, অক্ষর প্যাটেল বোলিং করতে গিয়ে আঙুলে চোট পান। যা বিশ্বকাপের আগে চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *