সুদীপের দ্বিশতরানে রানের পাহাড়ে চাপা পড়ল সার্ভিসেস, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ বাংলার
রঞ্জি ট্রফিতে ঘরের মাঠে রীতিমতো বুলডোজার চালাচ্ছে বাংলা। কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে ৫১৯ রানের পাহাড় গড়েছে বাংলা, বদলে সার্ভিসেস ১২৬ রান তুলতেই ৮ উইকেট শিকার করেছে লক্ষ্মীর দল। তাতে দ্বিতীয় দিনেই ইনিংসে জয়ের গন্ধ বাংলা শিবিরে।
প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ৩৪০। সুদীপ চ্যাটার্জি ১৪০ রানে নেমে দ্বিতীয় দিনই নিজের দ্বিশতরান পূর্ণ করে নেন। তাতে বাংলার ইনিংসও তরতর করে এগোয়। সুদীপ ড্রেসিংরুমে যখন ফেরেন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ২০৯ রান। ইনিংসে রয়েছে ১৮ চার ও ১ ছয়। তার আগে সুমন্ত গুপ্ত ফেরেন ৩৬ রানে। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ২১৩ বলে ১৪৭ রান যোগ করেন সুদীপ চট্টোপাধ্যায় ও শাকির হাবিব গান্ধী। সুদীপ আউট হওয়ার পর বাকিটা টানেন শাকিরই। কারণ, বাংলার শেষ পাঁচ উইকেটের পতন হয় ২৭ রানে। শাকির অপরাজিত ছিলেন ১৫১ বল খেলে ৯১ রানে। মাত্র ৯ রান দূরে ছিলেন সেঞ্চুরি থেকে। আকাশদীপ করেন ১ রান, সুরজ সিন্ধু করেন ১, মহম্মদ শামি যোগ করেন ৬ রান, মুকেশ কুমার ০ রানে ফেরেন।
জবাবে সার্ভিসেস ব্যাট করতে নামলে সাবধানে শুরু করলেও, শেষপর্যন্ত বেজায় চাপে দিন শেষ করল। ৪১ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ৫৪ রান তুলতেই হারায় ৫ উইকেট। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে উঠেছে ১২৬ রান। নকুল শর্মা ৪৯ বলে সর্বাধিক ৩২ রানে অপরাজিত আছেন। বাংলা এগিয়ে আছে ৩৯৩ রানে। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন আকাশ দীপ ও সূরজ সিন্ধু জয়সওয়াল। আকাশদীপ ৭ ওভারে ৩১ রান খরচ করেছেন অন্যদিকে সূরজসিন্ধু ৯ ওভারে ২৯ রান দিয়েছে। বাকি দুটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি। দ্রুত শনিবার বাকি উইকেট তুলে নিয়ে সার্ভিসেসকে ফলোঅন করানোই লক্ষ্য থাকবে বাংলার।
