যুব বিশ্বকাপে অপরাজেয় থেকেই সুপার সিক্সে বৈভবরা, হবে এ বার ভারত-পাক মহারণ
সূর্যকুমাররা টি২০তে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচেই জিতেছে। যুবরাও কম গেল না। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয়যাত্রা অব্যাহত রাখল ভারতের ছোটরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ উইকেটে জয় পেল আয়ুষ মাত্রের দল। তাতেই নিশ্চিত হয়ে গেল ভারতের সুপার সিক্স। অপরাজিত থেকেই পরবর্তী রাউন্ডে উঠল ভারত। সুপার সিক্সেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচ হারলেও নেট রানরেটের ভিত্তিতে সুপার সিক্সে পৌঁছেছে নিউজিল্যান্ডও।
জিম্বাবোয়ের বুলাওয়াওতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩৭ ওভার করা হয়। আরএস অম্বরীশ, হেনিল প্যাটেলদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারায় কিউয়িরা। ২২ রানে পাঁচ উইকেট হারায়।
মাত্র ১৩৫ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নেন অম্বরীশ। ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হেনিল প্যাটেল। এছাড়া খিলান প্যাটেল, মহম্মদ এনান এবং কণিষ্ক চৌহান একটি করে উইকেট দখল করেন।
ব্যাট হাতে বাকি কাজটা সেরে ফেলেন আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীরা। রান তাড়া করতে নেমে শুরুতেই অ্যারন জর্জের (৭) উইকেট হারায়। ৭৬ রানের জুটি গড়ে বৈভব ও আয়ুষ। ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয় বৈভব। তাতে রয়েছে ২ চার ও ৩ ছক্কা। আয়ুষ ২৭ বলে ৫৩ রানের ইনিংস খেলে। আয়ুষ মারেন ২ চার ও ৬ ছক্কা। বাকি কাজটা সারেন বিহান মালহোত্রা (১৭) ও বেদান্ত ত্রিবেদী (১৩)। ১৩.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।
আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। তার আগে ভারত মঙ্গলবার সুপার সিক্স পর্বে তাদের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হবে।
