অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, ভারতের রানের পাহাড়ে চাপা পড়ল জিম্বাবোয়ে, বিশাল জয় আয়ুষদের
লিগ পর্বে অপরাজেয় থাকার পর, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচেও ভারতের দাপট।জিম্বাবোয়েকে রানের পাহাড়ে চাপা দিল ভারতের যুবরা। টসে জিতে জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। তাতেই ৮ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়ে ভারতীয় ব্যাটাররা। জবাবে ১৪৮ রানেই খেলখতম হয়ে যায় জিম্বাবোয়ের। ভারত জয় পেয়েছে ২০৪ রানে।আগামী ১ ফেব্রুয়ারি এই পর্বের দ্বিতীয় ম্যাচে মহারণ, যেখানে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল যুবরা, তা বলাই যায়।
এদিনের ম্যাচে সহ অধিনায়ক বিহান মলহোত্রা ১০৭ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন।এরমধ্যে ছিল ৭টা চার। এছাড়াও অর্ধশতরানের ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান অভিষেক কুণ্ডু। বৈভব ওপেনিং করতে নেমে ৩০ বলে ৫২ রান করে আউট হন। এরমধ্যে ছিল ৪টি করে চার ও ছক্কা। অভিজ্ঞান ৬২ বলে ৬১ করেন। এরমধ্যে রয়েছে ৫টি চার ও ১ ছয়। জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেন তাতেন্ডা চিমুগোরো।
বিশাল রানেই যেন নার্ভাস হয়ে যায় জিম্বাবোয়ের যুবরা। শুরু থেকে লড়াই করতে পারেননি ব্যাট হাতে। মাত্র ৩৭.৪ ওভার ১৪৮ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৬২ রান করেন লিরয় চিওয়ালা। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কিয়ান ব্লিঙ্গনাট (৩৭)।২৯ রান করেন তাতেন্ডো। ভারতীয় বোলারদের মধ্যে অধিনায়ক আয়ুষ মাত্রে এবং উদ্ধব মোহন তিনটে করে উইকেট শিকার করেন। জোড়া উইকেট নেন আর এস অম্বরীশ। একটি করে উইকেট নেন হেনিল প্যাটেল এবং খিলান প্যাটেল।
অন্যদিকে পাকিস্তানও সুপার সিক্সের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। জয় পেয়েছে ৮ উইকেটে। ১ ফেব্রুয়ারি দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই যায়।
