শিবম দুবের ঝড়, বাকিরা ফেল! নিয়মরক্ষার ম্যাচে কিউয়িদের কাছে হার টিম ইন্ডিয়ার

0

হতে পারে নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল বিশ্বকাপের মহড়ার জন্য। যেখানে ফেল করলেন অভিষেক, সূর্যরা। চতুর্থ টি২০তে ভরাডুবি হল ভারতের। নিউজিল্যান্ড জিতল ৫০ রানে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ৭ উইকেটে ২১৫ রান। জবাবে ১৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত।
এই ম্যাচে একটাই প্রাপ্তি, শিবম দুবের দুরন্ত চেষ্টা।  মাত্র ১৫ বলে অর্ধশতরান করে ফেলেন দুবে। ২৩ বলে ৬৫ রানে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান। এদিন প্রথম বলেই অভিষেক শর্মা আউট হয়ে যেতেই দিশেহারা হয়ে যায় ভারত। সূর্যকুমার যাদব ৮ রানে ফিরে যান। এরপর কিছুটা লড়াইয়ে ফেরান সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং। ভারতের ৫৫ রানের মাথায় ২৪ রানে ফিরে যান সঞ্জু। হার্দিক ২ রানের বেশি করতে পারেননি। রিঙ্কু আশা জাগালেও, ৩৯ রানের মাথাতেই ফিরে যান। এরপরই দুবে যেন মরণ কামড় দেওয়ার চেষ্টা করেন। ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন ৩২ বছর বয়সি ক্রিকেটার। তালিকায় প্রথমে রয়েছেন যুবরাজ সিং। এর পরেই অভিষেক শর্মা। ৭ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ করেন। শিবম আউট হতেই আশা হয়ে যায়। দুবের আউটের সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ১৪৫। পরের ২২ বলের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে অলআউট হয় ভারত। ১৬৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এর আগে নিউজিল্যান্ডকে শুরুতেই ১০০ রান এনে দেন দুই ওপেনার কনওয়ে ও টিম সেইফার্ট। কনওয়ে ২৩ বলে ৪৪ আর সেইফার্ট ৩৬ বলে ৬২ রান করেন। এরপর ছোট ছোট ইনিংসে ভর করেই ৭ উইকেটে ২১৫ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে অর্শদীপ সিং, কুলদীপ যাদব জোড়া উইকেট নেন। একটি করে উইকেট নেন বুমরাহ, বিষ্ণোই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *