প্রথম বার স্ক্রিনিং কমিটির মিটিংয়ে জিৎ, সম্মানিত প্রসেনজিৎ, ঘোষণা হল আগামী ছ’মাসের ছবিমুক্তির তালিকা
বুধবার চাঁদের হাট ইম্পার কার্যালয়ে। পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এবং দেব। আর উপরি পাওনা হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর উপস্থিতি। প্রসেনজিতের ‘পদ্মশ্রী’ সম্মানের উদ্যাপন যেমন হল, তেমনই মনে প্রশ্ন ছিল একটাই। তৈরি হওয়া ‘স্ক্রিনিং কমিটি’র ভবিষ্যৎ কী?
এ দিন উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, অভিনেতা বনি সেনগুপ্ত-সহ আরও অনেকে। এ দিন আগামী ছ’মাসে কী কী ছবিমুক্তির পরিকল্পনা করা হয়েছে তা জানানো হয়। যদিও চূড়ান্ত কিছু ঘোষণা হওয়ার আগেই বেরিয়ে যান দেব এবং ঋতুপর্ণা।
এ প্রসঙ্গে নায়ক বলেন, “, ‘আমি আমার ক্যালেন্ডার বলে দিয়েছি। আমি আমার ক্যালেন্ডারেই আসছি।’ বাকি বৈঠক সম্পর্কে তিনি আরও বলেন, অনেক বড় বড় মাথারা আছেন’। অর্থাৎ দেবের কথাতেই ইঙ্গিত, পুজোতেই আসছে ‘দেশু’ জুটি।” তবে একটি ছবির সঙ্গে অন্য ছবির মুক্তি নিয়ে যাতে কোনও সংঘাত না হয় তাই সেই মতো আগামী ছ’মাসের নির্ঘণ্ট তৈরি করেছেন পিয়া এবং স্বরূপের।
ইম্পা সভাপতি পিয়া বলেন, “আমরা ৬ মাসের একটা ক্যালেন্ডার করেছি। সামনে ১৪ ফেব্রুয়ারি আসছে স্টুডিও ব্লকিং পেপার, ২১ ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়া। ঈদে এখনও ফ্রি আছে। সেখানে যে কেউ আসতে পারে। পয়লা বৈশাখে আসছে সুরিন্দর ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নন্দী মুভিজ। ৩ এপ্রিল আসছে ক্যামেলিয়া। ১৫ মে আসছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া, ইন আইডিয়াজ, ২৯ মে সুরিন্দর ফিল্মস, উইন্ডোজ ও নন্দী মুভিজ-এর ছবি’।”
এ দিন অবশ্য বৈঠকের পাশাপাশি ইন্ডাস্ট্রির বন্ধুত্বের ছবিও ধরা পড়ল। দুই নায়ক পরস্পরকে আলিঙ্গন করছেন এই ছবি ফ্রেমবন্দি হল। সেই সঙ্গে প্রসেনজিতের হাতে তুলে দেওয়া হল বিশেষ সংবর্ধনা। ।উত্তরীয়,পুষ্পস্তবক, মিষ্টি, পোশাক দিয়ে সম্মান জানানো হয় তাঁকে। নায়ক বলেন, “আমি এই যে পদ্মশ্রী সম্মান পেয়েছি, তার পিছনে আমার পরিচালক, প্রযোজক, আমার নায়িকারা, টেকনিশিয়ানরা সকলে মিলে আমাকে তৈরি করেছে বলে।আমি আজীবন বাংলা সিনেমা নিয়ে ভেবে গিয়েছি, কথা বলেছি, লড়াই করেছি আমার মতোন করে।এটা দেখে ভালো লাগছে, এখন সারা ভারতবর্ষে বাংলা ছবি নিয়ে কথা হচ্ছে।” এই প্রাপ্তির আনন্দে ৩০ জানুয়ারি বিশেষ খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছে।
