টেস্ট ছাড়তে চান বিরাট, বিরাটকে ছাড়তে চান না লারা, রায়ডুরা

পাঁচদিনের লড়াই। ধকল কি আর তিনি নিতে পারছেন না? নাকি সময় থাকতে থাকতেই সসম্মানে বিদায় জানাতে চান! বিরাট কোহলি আর টেস্ট খেলতে চান না। সূত্রের খবর, অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বোর্ডকে। কখন জানিয়েছেন? ১০ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার মাত্র ৭৭০ রান দূরে। আক্ষেপ থাকবে না! বিরাট কোহলি এক সাক্ষাৎকারেই জানিয়েছেন, ‘আপনি যদি আমাকে বলেন কালই টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে, তা হলে কোনও আক্ষেপ ছাড়াই সরে যাব।’
তাঁর আক্ষেপ না থাকলেও বিশ্বজুড়ে আফশোস তৈরি হয়েছে বিরাটের এই ইচ্ছেপ্রকাশে। তাঁকে সবাই ছাড়লে তবে তো! সবার আগে বোর্ড আবেদন করেছে এত তাড়াহুড়ো না করতে। খবর ছড়িয়ে যেতে বাকি কিংবদন্তিরাও। সবার আগে রয়েছেন ব্রায়ান লারা। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা নিজের বার্তায় লেখেন, ‘টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে প্রয়োজন!! ওকে রাজি করানো হবে। ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না। বিরাট কোহলি ও নিজের বাকি টেস্ট কেরিয়ারে ৬০-র বেশি গড়ে রান করবে।’ লারা বলতেই পারেন, কিন্তু যেই আম্বাতি রায়ডু সব সময়ে আরসিবি ও বিরাট কোহলির সমালোচনা করে থাকেন তিনিও এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। বিরাট কোহলির অবসরের খবর শোনার পরেই অবাক করা মন্তব্য করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ‘বিরাট কোহলি, অনুগ্রহ করে অবসর নিও না… ভারতীয় দল এখন তোমাকে আগের চেয়েও বেশি প্রয়োজন। তোমার ভিতরে এখনও অনেক কিছু বাকি আছে। তোমাকে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে যুদ্ধ করতে নামতে না দেখলে, টেস্ট ক্রিকেট আর আগের মতো থাকবে না। অনুগ্রহ করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করো।’
বিরাট কোহলি সিদ্ধান্ত যদি না বদলান, তাহলে ১৪ বছরের এক গৌরবময় টেস্ট কেরিয়ারের পর্দা নামবে—যেখানে তিনি ১২৩টি টেস্ট খেলেছেন, যার মধ্যে ৬৮টি ম্যাচে দায়িত্ব সামলেছেন অধিনায়ক হিসেবে, জিতেছেন ৪০ ম্যাচে। টেস্ট কেরিয়ারে মোট ৯২৩০ রান করেছেন ৪৬.৮৫ গড়ে।
তবে গত পাঁচ বছরে ৩৭ টেস্ট খেলে কোহলি রান করেছেন মাত্র ১৯৯০, এই সময়ে গড় ছিল ৩২.০৯, সেঞ্চুরি মাত্র ৩টি! এরপরও কি বিরাট অনুরোধ রাখবেন কোহলি, তা অবশ্য সময়ই বলবে। কবি তো কবে বলেছেন, ‘প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়’, … তারপর মনে থেকে যায় চিরকাল।