নিজে মা হওয়ার পর বুঝেছি, মায়ের জন্য কোনও নির্দিষ্ট দিন হয় না: প্রথম মাতৃদিবসে রূপসা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সদ্যই মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বেড়েছে দায়িত্বও। তবে সবটাই নিপুণভাবে সামলানোর পাশাপাশি চুটিয়ে উপভোগ কর‍ছেন মাতৃত্বের অনুভূতি। মাতৃদিবসে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আডিশনের তরফ থেকে।

অভিনেত্রীর কাছে মা হওয়ার অনুভূতিটা কী? রূপসার কথায়, “খুবই কঠিন প্রশ্ন। আর আজকের দিনটা খুবই অন্যরকম। আমার প্রথম মাতৃদিবস। আমার সন্তান তো এখনও শুভেচ্ছা জানাতে পারছে না আমাকে, তাই আমার স্বামীই (সায়নদীপ সরকার) জানাচ্ছে শুভেচ্ছাবার্তা।

প্রথম মাতৃদিবস কেমন কাটছে রূপসার? তিনি বলেন, “আর পাঁচটা দিনেই মতোই। অগ্নিদেবকে ঘুম থেকে তুললাম। রেডি করলাম। এমনকি এত চাপের মাঝখানে আমার মনেই ছিল না মাতৃদিবসের কথা।” যদিও অভিনেত্রীর মতে, প্রতিটা দিনই মাদার্স ডে হওয়া উচিত। তিনি বলেন, “আমি মা হওয়ার পর এটা আরও বুঝতে পেরেছি। মায়েদের জন্য কোনও আলাদা দিন হয় না।”

মা হওয়ার পর কতটা বদলেছে জীবন? রূপসা বলেন, “মা শব্দটির ব্যাখ্যা এক লাইনে করা যায় না। মা হওয়া যে কতটা কঠিন কাজ, সেটা বল বোঝাতে পারব না। আমার মনে হয়, মা হতে গেলে অনেক কিছু বলিদান করতে হয়। যে মুহূর্তে কেউ জানতে পারে যে সে মা হতে চলেছে, তখন থেকেই শুরু বলিদানের পর্ব। অর্ধেক ভাল লাগার জিনিস ত্যাগ করতে হবে সেই মুহূর্তেই। তারপর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আরও নতুন যাত্রা। আমি নিজে মা হওয়ার পর এটা অনুভব করেছি।”

নিজের কাজ, সন্তানপালন- সবমিলিয়ে কতটা কঠিন হয়ে উঠেছে জীবন? রূপসার সহজ স্বীকারোক্তি, “পরিবার সঙ্গে আছে তো, তাই কঠিন খুব একটা মনে হচ্ছে না। এ বার কাজ শুরু হলেই বোঝা যাবে চাপটা। আশা করি সবটাই হয়ে যাবে সুন্দরভাবে।” অভিনেত্রী জানান, সংসার সামলে খুব শীঘ্রই কাজে হাত দেবেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *