ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নবান্নে জরুরি বৈঠক… সীমান্তের জেলা নিয়ে বিশেষ নির্দেশ

রাজ্যের বিভিন্ন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। নিরাপত্তা, প্রস্তুতি, বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন জেলায় জেলায় কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরাও। জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন বলেই নবান্ন সূত্রে খবর।
শীঘ্রই জেলায় জেলায় লং রেঞ্জ সাইরেন ও শর্ট রেঞ্জ সাইরেন ইনস্টল করা হবে। ভারত পাকিস্তান উদ্বেগপূর্ণ পরিস্থিতির মাঝেই জানিয়ে দিল নবান্ন।
জেলায় জেলায় যে কন্ট্রোল রুমগুলি তৈরি হয়েছে সেখানে যাতে প্রশিক্ষিতরাই কাজ করেন সেটা নিশ্চিত করতে হবে। জেলাশাসকের সদর দফতর গুলির পাশাপাশি আর কোথায় কোথায় সাইরেন বসানো হবে তার সমীক্ষা শেষ পর্যায়ে। জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের বৈঠকে জানাল নবান্ন।
কোনওরকম ইনফরমেশন এলে তা সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে।
সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে ইনফরমেশন আসবে অনেক ক্ষেত্রেই ভুয়ো হতে পারে, তা নিয়ে সতর্ক থাকতে হবে।
এদিন প্রায় এক ঘন্টা নবান্ন থেকে এই বৈঠক করেন মুখ্য সচিব। প্রথমে শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরেই রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলাগুলিকে নিয়ে এই জরুরি বৈঠক করেন।