‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতকে কটাক্ষ! ফওয়াদ, মাহিরাদের বিরুদ্ধে আরও কঠোর ভারত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর থেকেই পাক শিল্পীদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল ভারত সরকার। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন তাঁরাই। ভারত প্রত্যাঘাত হানতেই সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গিয়েছিল তাঁদের কণ্ঠে। এক সময়ে বলিউডে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছিলেন ফওয়াদ খান, মাহিরা খান, মাওরা হোকেন-সহ অন্যান্য পাকিস্তানি তারকা। ‘অপারেশন সিঁদুর’-এর পর সেই ভারতকেই কটাক্ষ করতে পিছপা হননি তাঁরা। এ বার বড় পদক্ষেপ করা হল তাঁদের বিরুদ্ধে।

এর আগেই ভারতে বন্ধ হয়েছে তাঁদের কাজ করার পথ। নিষিদ্ধ হয়েছে তাঁদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টও। এ বার, নিজেদের ছবিরই পোস্টার থেকে বাদ পড়লেন তাঁরা। ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কাপুর অ্যান্ড সনস্‌’ নামে তিনটি বলিউড ছবিতে অভিনয় করেছিলেন ফওয়াদ। অন্যদিকে ভারতীয় অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে ‘সনম তেরি কসম’ ছবিতে নজর কেড়েছিলেন মাওরা হোসেন। অন্যদিকে ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল মাহিরাকে।

এ বার সেই তারকাদের ছবি বাদ পড়ল উল্লিখিত ছবিগুলির পোস্টার থেকে। ভারতের বিভিন্ন গানের অ্যাপে ছিল ছবিগুলির পোস্টার। সেখানেই এখন ফ্রেম থেকে বাদ পাকিস্তানি শিল্পীরা। ২০১৬ সালে উরি হামলার পরে এ দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন পাকিস্তানের শিল্পীরা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে দীর্ঘদিন বলিউডে আর দেখা মেলেনি ফওয়াদের। অবশেষে প্রায় নয় বছর পর বাণী কাপুরের সঙ্গে ‘আবিল গুলাল’ ছবির হাত ধরে বলিউডে পা রাখার কথা ছিল তাঁর। কিন্তু ঘটনাচক্রে সেই ছবিটি আর মুক্তি পেল না ভারতে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *