আদমপুর সেনাঘাঁটিতে এস-৪০০-এর সামনে দাঁড়িয়ে স্যালুট মোদীর, জওয়ানদের প্রণাম

‘জিস পাকিস্তানি সেনাকে ভরসে, আতঙ্কীয়নে বৈঠে রহে থে, উস পাকিস্তানি সেনাওঁ কো আপলোগনে ধুল চাটা দি ….’
পাঞ্জাবের আদমপুর ঘাঁটিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার ভোরে ভারতের দ্বিতীয় বৃহত্তম এয়ারবেস পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছন মোদী। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী জওয়ানদের জিজ্ঞাসা করলেন কেমন আছেন তাঁরা? পিঠ চাপড়ে বাহবা জানানোর পাশাপাশি হাতজোড় করে সকলের উদ্দেশে প্রণাম করলেন৷ এরপর সকলে মিলে স্লোগান তুললেন, ‘ভারত মাতা কি জয়’। অপারেশন সিঁদুর-সহ পাক হামলা প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বায়ুসেনা। তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল এই আদমপুর এয়ারবেসের। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারতের এয়ার ডিফেন্স সুপারহিরো এস-৪০০ অর্থাৎ ‘সুদর্শন চক্র’-কে ক্ষতিগ্রস্ত করার যে দাবি পাকিস্তান তুলেছে তা কতটা মিথ্যা তা আরও একবার প্রমাণ করতেই প্রধানমন্ত্রীর সশরীরে এ দিন হাজির হলেন এয়ারবেসে। সীমান্তপাড়ের শত্রুকে স্পষ্ট বার্তা দিতে এস-৪০০-এর সামনে দাঁড়িয়ে স্যালুট জানালেন ভারতের বীরদের। ড্রোন থেকে মিসাইল, এমনকী বিমান হামলা, প্রতিটি পাক হামলাই ভোঁতা ভারতীয় সেনার মাল্টি লেয়ার এয়ার ডিফেন্সের সামনে।
কিন্তু হার মানতে নারাজ পাকিস্তান, সমাজ মাধ্যমে ভুয়ো দাবি আর নকল ছবি ছড়িয়েই বাঁচাতে চাইছে নিজের মান-সম্মান। তারা দাবি তুলেছিলেন, পাক হামলায় নষ্ট ভারতের সুদর্শন চক্র ও পাঞ্জাবের উধমপুর এয়ারবেস। এই দাবি যে একেবারে মিথ্যা তা আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছে ভারতীয় সেনা। এদিন উধমপুর এয়ারবেসে অটুট মিগ-২৯ জেট ও এস-৪০০-এর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আরও একবার মুখ পোড়াল পাক সেনার, অন্তত এমনই দাবি নেট দুনিয়ার একাংশেরও। ভারতের সেনার শক্তির স্ট্র্যাটেজিক প্রদর্শনে প্রধানমন্ত্রীর নিয়ে আরও একবার উচ্ছ্বাসের ঢল য়। নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে মঙ্গলবার আদমপুর এয়ারবেস পরিদর্শনের সমস্ত ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ সকালে, আমি এএফএস আদমপুরে গিয়েছিলাম এবং আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সঙ্গে দেখা করেছি। সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক এই জওয়ানদের সঙ্গে কাটানো সময় অবশ্যই বিশেষ। আমাদের সশস্ত্র বাহিনী দেশের জন্য যা কিছু করেছে তার জন্য ভারতবাসীরা চিরকাল কৃতজ্ঞ থাকবে।’