এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতিতে লড়াই হবে বাংলা বনাম ভারতের

আগামী ১০ জুন হংকংয়ের কাওলুন সিটিতে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে তারা হংকংয়ের মুখোমুখি হবে, যা ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের প্রস্তুতির অঙ্গ হিসেবে ৪ জুন তারা থাইল্যান্ডের পাতুম থানিতে একটি প্রীতি ম্যাচ খেলবে সেই দেশের জাতীয় দলের বিরুদ্ধে। আর তারজন্যই কলকাতায় চলছে সুনীল ছেত্রীদের জোর প্রস্তুতি। তবে তারও আগে প্রস্তুত হতে কলকাতাতেই ম্যাচ খেলবেন সুনীলরা। আর সেটা হবে বাংলার সন্তোষ জয়ী দলের বিরুদ্ধে।এ’জন্যই বৃহস্পতিবার থেকে সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেনের কোচিংয়ে প্রস্তুতি শুরু করে দেবে বাংলা। ২৬ তারিখ এই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। জাতীয় দলের ডিফেন্ডার শুভাশিস বোস স্পষ্ট জানিয়েছিলেন, নিজেদের সেরাটা দিতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই কোচ মানোলো মার্কুয়েজ আন্তর্জাতিক ম্যাচে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ চাইছেন। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। বাছাই পর্বে মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের এক নম্বর দলগুলি মূলপর্বে উঠবে, যেখানে ইতিমধ্যেই ১৮টি দল জায়গা পাকা করে ফেলেছে। ভারত রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে ভারতই (১২৬) ফিফা ক্রমতালিকায় সবার ওপরে থাকা দল। হংকং রয়েছে ১৫৫ নম্বরে, সিঙ্গাপুর ১৬০-এ ও বাংলাদেশ ১৮৫। তবে প্রথম ম্যাচেই ভারত হোঁচট খেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। গ্রুপে থাকা অপর দুই দল হংকং ও সিঙ্গাপুর-ও তাদের ম্যাচে গোলশূন্য ড্র করে। ফলে গ্রুপের প্রতিটি দলই একই জায়গায় রয়েছে। ভারতের স্বস্তির কারণ বলতে শুধুমাত্র এটুকুই। তবে হংকংয়ের বিরুদ্ধে আসন্ন ম্যাচে ভারতকে জেতার সংকল্প নিয়েই নামতে হবে। মার্চে মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ৩-০-য় জিতেছিল ভারত। জাতীয় কোচ হিসেবে মার্কেজের প্রথম জয় ছিল সেটি। কিন্তু তার কয়েকদিন পরেই বাংলাদেশের বিরুদ্ধে নিরুত্তাপ গোলশূন্য ড্রয়ের ফলে ফের ধাক্কা খায় তারা। এদিকে ১০ জুন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের হংকংয়ের ম্যাচের পরই পদত্যাগ করবেন মানোলো মার্কুয়েজ, এমনটাই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বলে শোনা যাচ্ছে। তিনি থেকে যাবেন এফসি গোয়ার কোচ হিসেবেই।