সিঁথিতে উজ্জ্বল সিঁদুর, কানের মঞ্চে ঐতিহ্যের ছোঁয়া ঐশ্বর্যার সাজে, অনুপ্রেরণায় ‘অপারেশন সিঁদুর’?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরনে সাদা বেনারসি, গলায় চুনির হার। পিঠে একঢাল খোলা চুল। আর সিঁথিতে জ্বলজ্বল করছে লাল সিঁদুর। কানের মঞ্চে এ ভাবেই যেন নজর কাড়লেন ‘প্রাক্তন বিশ্বসুন্দরী’। ১৪ মে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। প্রতি বছররের মতো এই বছরও অনুরাগীদের কৌতূহলী চোখ খুঁজছিল ঐশ্বর্যা রাই বচ্চনকে। হতাশ করেননি অভিনেত্রী। বরং তাঁর সাজসজ্জায় মুগ্ধ করেছেন আপামর ভারতীয়কে।

অভিনেত্রীর সাজ দেখে ইতিমধ্যেই নেটমাধ্যমে শুরু হয়েছে গিয়েছে বিস্তর আলোচনা। কেউ কেউ প্রশংসা করে লিখেছেন, আন্তর্জাতিক মঞ্চে গিয়েও ঐশ্বর্যা ভুলে যাননি দেশের ঐতিহ্যকে। আবার কারও কারও প্রশ্ন, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রাসঙ্গিকতাকেই কি টেনে এনেছেন নায়িকা? ‘সিঁদুর’-এর সম্মান জানাতেই কি এই পদক্ষেপ? অবশ্য তাঁর উত্তর অধরা হলেও সমালোচকদের মুখে যে কুলুপ এঁটেছেন ঐশ্বর্যা, তা বলাই বাহুল্য।

প্রায় দু’বছর আগে থেকেই অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন নিয়ে কম আলোচনা হয়নি অনুরাগীমহলে। নেটিজেনরা একপ্রকার ধরেই নিয়েছিলেন যে বিচ্ছেদের পথে হাঁটছেন নাকি তারকাজুটি। এই নিয়ে কোনও বাক্য ব্যয় করেনি বচ্চন পরিবার। তবে এ বার যেন সাজের মাধ্যমেই সেই সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন বচ্চন বধূ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *