দ্বিতীয়বার মা হচ্ছেন আলিয়া! রণবীর-ঘরনির কান অভিষেকেই রটল ‘কানা’ঘুষো

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: অভিনয় জগতে পা না দিলেও এই মুহূর্তে ‘তারকা’র তকমাই দেওয়া যায় রাহা কাপুরকে। রাহার পর আরও এক খুদে কপুর সদস্যকে যে কোলে আনতে চান, তা আগেই বলেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এমনকি, এক সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন তারকাজুটি। এ বার কি সত্যিই সেই নতুন সদস্যের আগমনের পালা?

কানের মঞ্চে আলিয়া পা রাখতেই শুরু হল ‘কানা’ঘুষো। এই বছর কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হল অভিনেত্রীর। স্বাভাবিকভাবেই রণবীর-ঘরনির দিকে কৌতূহলী নজর ছিলই নেটিজেনদের। আলিয়ার লুক ভাইরাল হতেই সেখানে চোখ আটকালো অনুরাগীদের। তাঁদের দাবি, সাজসজ্জার ভিড়েও নাকি স্পষ্ট দেখা গিয়েছে অভিনেত্রীর ‘বেবিবাম্প’। পরনে কালো অফ শোল্ডার গাউন, তাতেই স্পষ্ট স্ফীতোদর! সেই প্রেক্ষিতেই নেটদুনিয়ায় জল্পনা, তা হলে রাহার এ বার দিদি হওয়ার পালা?

২০২২ সালে রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া। আর বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সুখবর দেন তারকা দম্পতি। যদিও এই বিষয়টি নিয়ে সেই সময়ে কম বিতর্ক হয়নি নেটমহলে। তাতে অবশ্য কান দিতে নারাজ আলিয়া। কর্মজীবনের মধ্যগগনের থাকার সময়তেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। বর্তমান সময়তে দাঁড়িয়েও একের পর এক হিট ছবিতে প্রশংসা কুড়োচ্ছেন আলিয়া। কর্মজীবনের পাশাপাশি নিপুণভাবে সামলাচ্ছেন ‘মা’-এর ভূমিকা। সত্যিই কি দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চলেছেন তিনি? রেড কার্পেটে আলিয়ার স্ফীতোদর দেখে এমনই ইঙ্গিত পাচ্ছেন সকলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed