অনুরাগের চোখে অচেনা কলকাতা! কঙ্কনা, শাশ্বতদের নিয়েই হাজির ‘মেট্রো ইন দিনো’র নতুন ঝলক

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একটি ছবি, একাধিক চরিত্র। তাদের একাধিক গল্প। শহর জীবনের ঘেরাটোপে তাঁদের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের অদ্ভুতভাবে তৈরি হয় যোগসূত্র। ঠিক এমনই প্রেক্ষাপটে ২০০৭ সালে মুক্তি পেয়েছিল বহুচর্চিত ছবি ‘লাইফ ইন আ মেট্রো’। এ বার তারই সিক্যুয়েল নিয়ে ফের হাজির পরিচালক। ছবির নাম ‘মেট্রো…ইন দিনো’।

৯টি চরিত্র। তার নেপথ্যে থাকা ৯জন মানুষ। অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফতিমা সানা শেখ, আলি ফজল, নীনা গুপ্তা এবং শাশ্বত চট্টোপাধ্যায়। একেবারে ভরপুর স্টারকাস্ট নিয়ে হাজির হলেন অনুরাগ। শনিবার মুক্তি পেল ছবির প্রথম গান ‘জমানা লাগে’র প্রথম ঝলক। অনুরাগের নিজস্ব প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ছবিটি প্রযোজনার জন্য এগিয়ে এসেছেন ভূষণ কুমার।

অনুরাগ বসুর ছবিতে প্রীতমের সুর মিললেই হয়ে যায় বাজিমাত! গানের টিজারেও হতাশ করলেন না নির্মাতারা। অরিজিৎ সিং এবং শাশ্বত সিংয়ের কণ্ঠ যেন আরও প্রাণ দিয়েছে গানটিকে। শোনার জন্য আগ্রহী হওয়াটাই স্বাভাবিক। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। সম্পূর্ণ গানটি মুক্তি পাবে আগামী ২৮ মে।

সুরকার প্রীতমের মতে এই গানের বিশেষত্ব লুকিয়ে অন্য জায়গায়। তিনি বলেন, “কাইসার উল জাফরির কালজয়ী কবিতার মাধ্যমে আমরা গজলকেও এমন একটা রূপ দিতে চেয়েছি যা কোনও নস্টালজিয়ায় গা ভাসাবে না, বরং আজকের দিনেও প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। আমরা এটিকে মূলধারায় নিয়ে আসতে চেয়েছিলাম। আমাদের মনে হয়েছে গজল সর্বদা ধ্রুপদী ঘরানায় আবদ্ধ থাকবে না। এর মধ্যে মিশতে পারে ‘পপ’ ঘরানা। অথবা নিজের কাব্যিক ঘরানাকে বজায় রেখেই শব্দ এবং কাঠামোর দিক থেকে আধুনিক হয়ে উঠতে পারে।”

অনুরাগের শেষ ছবি ‘লুডো’ ওটিটিতে মুক্তি পয়েছিল। তারপর থেকেই ‘মেট্রো ইন দিনো’র প্রস্তুতি। পরিচালকের ‘ট্রলজি’র তৃতীয় ছবি। এই ছবির শুটিং করতে শহর কলকাতা থেকেও ঘুরে গিয়েছিলেন তিনি। বোঝাই যাচ্ছে, ছবির মধ্যেও পরিচালকের ক্যামেরার এক অচেনা কলকাতাতেই দেখতে পাবেন দর্শকরা। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *